অমর একুশে বইমেলা ২০২২ এর স্টলএর ভাড়া পরিশোধের সময় বৃদ্ধি করা হয়েছে। অমর একুশে বইমেলা ২০২২ পরিচালনা কমিটির সদস্য-সচিব “ড. জালাল আহমেদ” ৫ই জানুয়ারি ২০২২ এ এই কথা জানিয়েছেন।
বইমেলা স্টল ভাড়া পরিশোধের বর্ধিত সময়
বাংলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে অমর একুশে বইমেলা ২০২২-এর স্টল ভাড়া পরিশোধের সময় ১৩ই জানুয়ারি ২০২২ পর্যন্ত বর্ধিত করা হলো।
আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।
নির্ধারিত সময়ে ভাড়া পরিশোধ করতে না পারলে
যেসব প্রতিষ্ঠানের সম্পূর্ণভাড়া ১৩ই জানুয়ারি (২০২২)-এর মধ্যে জমা হবে না সেসব প্রতিষ্ঠানের নামে কোনো স্টল বরাদ্দ দেওয়া হবে না।
- Advertisement -
বইমেলা স্টল ভাড়া পরিশোধের নম্বর
ভাড়া ও ভ্যাট বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনো অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে।
বইমেলা স্টল ভাড়া পরিশোধের শর্ত
টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য। ব্যাংকে টাকা জমার রসিদের ফটোকপি সদস্য-সচিবের দপ্তরে জমা দিতে হবে।