অমর একুশে বইমেলা ২০২২ – স্টল আবেদন নিয়ম

Bangla
3 Min Read

অমর একুশে বইমেলা ২০২২ অনলাইন আবেদন : অমর একুশে বইমেলা ২০২২ বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সােহ্রাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে । আবেদনপত্র জমাদান অমর একুশে বইমেলা ২০২২-এ অংশগ্রহণ করতে আগ্রহী প্রকৃত প্রকাশনা প্রতিষ্ঠানকে স্টলের আবেদনপত্র জমা দিতে অনুরােধ করা হচ্ছে।

নতুন আবেদনকারীকে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের ১ম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানীর সাম্প্রতিক প্রমাণ এবং আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তরে বই জমা প্রদানের রসিদ/প্রত্যয়নপত্র আপলােড করতে হবে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।


অক্টোবর ২০২১-এর মধ্যে প্রকাশিত কমপক্ষে ২০টি মানসম্মত বই একাডেমিতে জমা দিতে হবে। বইয়ের মান ও অন্যান্য কাগজ/দলিল যাচাই শেষে স্টল বরাদ্দের ব্যাপারে বইমেলা পরিচালনা কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। নতুন আবেদনকারী প্রতিষ্ঠানসমূহ স্টল বরাদ্দ পাওয়ার পর ভাড়া ও ভ্যাট জমা দিবে।

- Advertisement -


কোভিড পরিস্থিতির কারণে সীমিত সংখ্যক নতুন স্টল বরাদ্দের সুযােগ থাকবে। অনলাইনে আবেদনপত্র জমা দিতে অপারগ প্রতিষ্ঠানসমূহ একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনে সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবে।

- Advertisement -

অনলাইনে বা সরাসরি আবেদনপত্র, বই (প্রযােজ্য ক্ষেত্রে) ও অন্যান্য কাগজ/দলিল ২৪শে নভেম্বর থেকে ১৫ই ডিসেম্বর ২০২১-এর মধ্যে জমা দেওয়া যাবে। এরপর কোনাে আবেদনপত্র গ্রহণ করা হবে না। যেসব প্রতিষ্ঠানের স্টল ভাড়া উপযুক্ত সময়ের মধ্যে জমা হবে না সেসব প্রতিষ্ঠানের নাম লটারির তালিকা-বহির্ভূত থাকবে।
• স্টলের ভাড়া ব্যাংকে জমা দিয়ে জমার রসিদ আপলােড করতে হবে।
• স্টলের আকার বৃদ্ধির আবেদন এই বছর বিবেচনা করা হবে না।
• নতুন আবেদনকারীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

আরো পড়ুনঃ  এসএসসি রেজাল্ট ২০২২ দিনাজপুর বোর্ড | SSC Result 2022

ভাড়া ও ভ্যাট বাবদ প্রদেয় টাকা অগ্রণী ব্যাংক লিমিটেডের যে কোনাে অনলাইন শাখা থেকে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১‘-এ জমা দিতে হবে। টাকা জমার রসিদে প্রতিষ্ঠানের নাম ও অনলাইন রেজিস্ট্রেশন নম্বর থাকা অপরিহার্য। ব্যাংকে টাকা জমার রসিদের ফটোকপি সদস্য-সচিবের দপ্তরে জমা দিতে হবে।

- Advertisement -

অমর একুশে বইমেলা ২০২২ অনলাইন আবেদন

Www.ba21bookfair.com

অমর একুশে বইমেলা ২০২২ অনলাইন আবেদনের নিয়ম

আবেদনপত্র অনলাইনে-এই ওয়েবসাইটে পূরণ করা যাবে। পুরােনাে (২০২০ ও ২০২১ সালের বইমেলায় অংশগ্রহণকারী) যেসব প্রকাশনা প্রতিষ্ঠান পূর্বের আকারের (১, ২, ৩ ও ৪ ইউনিটের স্টল বা প্যাভিলিয়ন) স্টল পেতে আগ্রহী তারা আবেদনপত্রের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, আয়কর সনদ, লেখকের সঙ্গে সম্পাদিত সর্বশেষ একটি চুক্তিপত্রের ১ম ও শেষ পাতা, লেখককে প্রদত্ত সম্মানীর সাম্প্রতিক প্রমাণক, আর্কাইভস্ ও গ্রন্থাগার অধিদপ্তরে বই জমা প্রদানের রসিদ/প্রত্যয়নপত্র এবং অগ্নি-সাইক্লোন বিমার প্রমাণপত্র আপলােড করবেন।

Share This Article
Leave a comment