ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ পঞ্চম (৫ম সপ্তাহ)
| |

ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ পঞ্চম (৫ম সপ্তাহ)

আপনি কি ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্নের সমাধান খুঁজছেন? তবে আমি বলব যে আপনি সঠিক জায়গায় আছেন। ৬ মার্চ ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে আপনাদের পঞ্চম বিজ্ঞান ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির গনিত এসাইনমেন্ট প্রকাশ করেছে। ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট।

ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২। Class Six (06) Assignment 2022. ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পঞ্চম সপ্তাহের জন্য। দেশের বেশির ভাগ শিক্ষার্থী বর্তমানে ইন্টারনেটের ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সলিউশন ২০২২ পাওয়ার জন্য অনুসন্ধান করছে। ষষ্ঠ শ্রেণির পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২। Class 06 (Six) Assignment Solution 2022. Class Six Assignment Solution 2022 (5th week)। এই সপ্তাহে প্রকাশিত হয়েছে ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গনিত এবং বিজ্ঞান 2022।

ষষ্ঠ শ্রেণীর সকল সাপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রশ্ন এবং উত্তর ২০২২

বিভিন্ন সপ্তাহে ষষ্ঠ শ্রেণির বিভিন্ন অ্যাসাইনমেন্ট বাংলাদেশ শিক্ষা অধিদপ্তর দ্বারা প্রকাশিত হচ্ছে । তাই সকল অ্যাসাইনমেন্ট একত্রে পাওয়া দুষ্কর। তাই সারগো এডুকেশন ষষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ একত্রে প্রকাশ করছে। আর তাই ষষ্ঠ শ্রেণির সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২ একত্রে এইখানে দেখুন

ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর ২০২২ (৫ম সপ্তাহ)

প্রত্যেক শিক্ষার্থীকে নির্দিষ্টসংখ্যক প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। এবং অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাই আপনাদের জন্য ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট গনিত এখানে দেওয়া হয়েছে।

এসাইনমেন্ট শিরোনামঃ 

সংবেদি অঙ্গসমূহের গঠন, কাজ এবং এর যত্নে সচেতনতা

অ্যাসাইনমেন্ট শুরু

”ক” প্রশ্নের উত্তর

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্ৰ

চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্ৰ
চিত্রঃ চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্ৰ

”খ” প্রশ্নের উত্তর

চোখের লেন্স, রেটিনা ও আইরিশের কাজঃ

চোখের লেন্সের কাজঃ

  • পিউপিলের পেছনে একটি উত্তর লেন্স দেখতে সাহায্য করে ।
  • লেন্স চোখের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে ।
  • উপযোজনে অংশগ্রহণ করে ।
আরো পড়ুনঃ  এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং প্রশ্ন সমাধান দিনাজপুর বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

চোখের রেটিনার কাজ:

  • এটি হল চোখের আলোক সংবেদী অংশ হিসেবে কাজ করে।
  • এটা আলোকরশ্মিকে তড়িৎ সংকেতে রূপান্তর করে দর্শন স্রাযুর মাধ্যমে মস্তিস্কে পাঠায় ।
  • রেটিনা বস্তর প্রতিবিস্ব গঠন করে ।
  • আলোক গ্রাহক হিসেবে কাজ করে উজ্জল আলোতে দেখতে সাহায্য করে।

চোখের আইরিশের কাজঃ

  • আইরিশের কাজ হল কণিকা কে ছোট-বড় করে চোখে আলো প্রবেশ করতে সাহায্য করা।
  • আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে ।
  • আলোকরশি রেটিনায় প্রবেশ করতে সাহায্য করে।

”গ” প্রশ্নের উত্তর

অন্তঃ কর্ণের কাজ ও কানের যত্বঃ

অন্তঃ কর্ণের কাজঃ

  • অন্তঃ কর্ণের ইউট্রিকুলাস প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত যা সৃক্ষম লোমের মতো স্লায়ু ও রস ধারণ করে।
  • নালির ভিতরের রস নড়ে বা আন্দোলিত হয়ে স্বায়ুগুলো উদ্দীপনা তৈরি করে।
  • উদ্দীপনা মস্তিষ্কে পৌছাকে সাহায্য করে।

কানের যত্নঃ কান আমাদের একমাত্র শ্রবণ ইন্দ্রিয় । কানের যে কোনো সমস্যার কারণে আমরা কালা/বধির হয়ে যেতে পারি । তাই আমাদের কানের যত্ন নিতে হবে। কানের যত্ন নেওয়ার জন্য করণীয় বিষয়সমূহ।

১। সময়মত কান পরিষ্কার করতে হবে।।
২। কানে যেন পানি না ঢোকে সেদিকে লক্ষ রাখতে হবে।।
৩। কানে কোনো কিছু প্রবেশ করলে সাথে সাথে ডাক্তারের কাছে যেতে হবে।
৫। লাউড স্পিকারে গান শোনা থেকে বিরত থাকতে হবে।

”গ” প্রশ্নের উত্তর

স্বাদ ইন্দ্রিয়ের কাজ ও এর যত্ন ব্যাখ্যা

জিভ বা জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক , ঝাল , মিষ্টি , তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। নিচে এর কাজ ও যত্ন ব্যাখ্যা করা হলো –

জিহ্বার কাজঃ

  1. খাদ্যের স্বাদগ্রহণ করা।
  2. খাবার গিলতে সাহায্য করা।
  3. খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়।
  4. ফলে খাদ্যবস্তু চিবানো সহজতর হয়।
  5. খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে।
  6. জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে ।
আরো পড়ুনঃ  এসএসসি ভূগোল ও পরিবেশ প্রশ্ন সমাধান যশোর বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

জিহ্বার যত্নঃ

খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে।

  • শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতো দেখতে ছোট ছোট দাগ দেখা দেয়। এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ থেকে হয়।
  • দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা। শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে।
  • মুখ জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।
  • অনেক রোগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে। জ্বর হলে সাধারণত এটা হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালো ফল পাওয়া যায়।

অ্যাসাইনমেন্ট শেষ

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ২০২২ – ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বিজ্ঞান ২০২২ – ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট গনিত ২০২২

ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর গনিত ৪র্থ সপ্তাহ – ৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গনিত উত্তর
ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বিজ্ঞান -৬ষ্ঠ শ্রেণীর এসাইনমেন্ট 2022 পঞ্চম সপ্তাহের
৬ষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট গনিত সমাধান সহ – ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট সমাধান বিজ্ঞান ৫ম সপ্তাহ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *