এসএসসি বাংলা ১ম সাজেশন সকল বোর্ড ২০২৩ [১০০% নির্ভুল সমাধান] PDF

Education
11 Min Read

এসএসসি বাংলা ১ম সাজেশন 2023: সকল এসএসসি ছাত্ররা এসএসসি বাংলা ১ম সাজেশন ২০২৩ খুঁজছে। কিন্তু বাংলা ১ম এর জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এসএসসি সাজেশন আমাদের ওয়েবসাইটে রয়েছে। পরামর্শ একজন পরীক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সকল শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা পরামর্শ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। ২০২৩ সালের জন্য আপডেট সহ সমস্ত SSC বাংলা প্রথম সাজেশন ২০২৩৷

আমাদের শিক্ষাব্যবস্থায়, এসএসসির শিক্ষার্থীদের বাংলা ১ম ২০২৩ এর জন্য সাজেশন প্রয়োজন। আমরা জানি যে শিক্ষার্থীরা সাজেশন ছাড়াই ভালো করতে পারে। সহজ কথায়, একজন শিক্ষার্থী সাজেশন ছাড়াই হারিয়ে যাওয়া পথিকের মতো, কারণ যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই সাজেশনে দেওয়া আছে। এবং খুব কম সাজেশন ছাড়া পাওয়া যায়, তাই এসএসসি বাংলা ১ম এর সাজেশন এখানে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

এখানে এসএসসি ২০২৩ পরীক্ষার সকল সাজেশন একসাথে দেখুন

এসএসসি বাংলা ১ম পরীক্ষার সাজেশন ২০২৩

বাংলা 1st SSC সংক্ষিপ্ত সাজেশন ২০২৩: পরামর্শটি এমন একটি জিনিস যা অনুসরণ করলে একজন শিক্ষার্থী অনেক ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভালো ফল পাওয়ার একমাত্র কারণ হল পরামর্শগুলো মেনে চলা। বিজ্ঞানের সব বিষয়ের মধ্যে বাংলা ১ম সবচেয়ে কঠিন। তাই বাংলা ১ম তে ভালো ফলাফল করতে হলে অবশ্যই পরামর্শ লাগবে, সাজেশন ছাড়া ভালো ফলাফল আশা করা যায় না। আপনি এই ওয়েবসাইটে এসএসসি 2023 এর জন্য সমস্ত পরামর্শ পেতে পারেন।

আরো পড়ুনঃ  নবম (৯ম) শ্রেণির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ (২য় সপ্তাহ- ১০০% নির্ভুল)

- Advertisement -

এখানে এসএসসি ২০২৩ পরীক্ষার সকল প্রশ্ন একসাথে দেখুন

এসএসসি বাংলা ১ম সংক্ষিপ্ত সাজেশন ২০২৩

আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য এসএসসি বাংলা ১ম প্রশ্ন নিয়েও আলোচনা করতে যাচ্ছি। দিনাজপুর, কুমিল্লা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং যশোর নামের বিডির সকল শিক্ষা বোর্ড এই এসএসসি ২০২৩ বাংলা প্রথম সাজেশনে সন্তুষ্ট হবে। সাজেশনগুলো মূলত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা। প্রশ্ন না হয়েও এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হতে পারে।

- Advertisement -

যারা পরীক্ষার্থী তারা জানেন না পরীক্ষার প্রশ্ন কোথা থেকে প্রস্তুত করা হবে বা পরীক্ষায় কোন প্রশ্ন আসবে। সেজন্য আপনি যদি ভালো ফলাফল পেতে চান তবে আপনাকে অবশ্যই পরামর্শগুলো অনুসরণ করতে হবে।

এসএসসি বাংলা ১ম সাজেশন পিডিএফ ডাউনলোড করুন

একটু গবেষণা করলে দেখা যায়, অতীতে ভালো ফল করেছে এমন সব শিক্ষার্থী পরামর্শগুলো অনুসরণ করেছে। তারা আরও বলে যে তারা যদি পরামর্শগুলি অনুসরণ না করত তবে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারত না। তাই আপনি যদি একজন শিক্ষার্থী হিসেবে ভালো ফলাফল করতে চান তবে আপনাকে অবশ্যই একটি পরামর্শ অনুসরণ করতে হবে।

- Advertisement -

SSC Bangla 1st suggestion 2023

বাংলা ১ম পত্র গল্প

১. সুভা – রবীন্দ্রনাথ ঠাকুর
২. বই পড়া – প্রমথ চৌধুরী
৩. আম আঁটির ভেঁপু – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪. মানুষ মুহম্মদ (স.) – মোহাম্মদ ওয়াজেদ আলী
৫. নিমগাছ – বনফুল
৬. শিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোনেন চৌধুরী
৭. প্রবাস বন্ধু – সৈয়দ মুজতবা আলী
৮. মমতাদি – মানিক বন্দ্যোপাধ্যায়
৯. একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
১০. সাহিত্যের রূপ ও রীতি – হায়াৎ মামুদ

বাংলা ১ম পত্র কবিতা

১. বঙ্গবাণী – আবদুল হাকিম
২. কপোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত
৩. জীবন-সঙ্গীত – হেমচন্দ্র বন্দ‌্যোপাধ্যায়
৪. মানুষ – কাজী নজরুল ইসলাম
৫. সেইদিন এই মাঠ – জীবনানন্দ দাশ
৬. পল্লিজননী – জসীমউদ্দীন
৭. রানার – সুকান্ত ভট্টাচার্য
৮. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা – শামসুর রহমান
৯. আমার পরিচয় – সৈয়দ শামসুল হক
১০. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল – নির্মলেন্দু গুণ

আরো পড়ুনঃ  এসএসসি ব্যবসায় উদ্যোগ প্রশ্ন সমাধান রাজশাহী বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

বাংলা ১ম পত্র নাটক ও উপন্যাস

১. কাকতাড়ুয়া – সেলিনা হোসেন
২. বহিপীর – সৈয়দ ওয়ালিউল্লাহ

এসএসসি বাংলা ১ম সৃজনশীল সাজেশন ২০২৩

১. প্রমিতা ভালো গান করে সকল পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে। তাকে নিয়ে তার পরিবারের অনেক গর্ব। হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলে সে। গান গাওয়া বন্ধ হয়ে যায় প্রমিতার। একসময় যারা তার বন্ধু ছিল তারা একে একে কেটে পড়ে। আজ তার পাশে কেউ নেই। সেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, সবার থেকে চোখের আড়াল হয়ে একাকিত্বকে সঙ্গী করে দিন কাটে তার।

- Advertisement -

ক. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
খ. সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রমিতা ও সুভার প্রতি পরিজনদের আচরণ কীরূপ হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত? যৌক্তিক মতামত দাও।

২. উপল ও নিধি ভাইবোন। নিধি বড়, উপল ছোট। তাদের দুজনের বয়সের পার্থক্য পাঁচ। বাড়ির সামনে খোলা জায়গায় তারা খেলছিল। তাদের মা উঠানে বসে তরকারি কাটছিলেন। তিনি ঘরে ঢুকতেই উপল ও নিধি ছুটে গেল টকটকে লাল জামরুল কুড়াতে। মা দেখে তাদের শাসন করছিলেন। মা রান্নাঘরে যেতেই তারা বাইরে বেরিয়ে গেল। মা রান্না করে, কাপড়া কেচে গোসল করতে গেলেন। দ্বিপ্রহর হলেও নিধি ও উপল ফিরে আসেনি।

ক. ‘পিজরাপোলের আসামি’ কী?
খ. ‘তখনি কি রাজি হতে আছে’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উপল ও নিধির সাথে ‘আম-আঁটির ভেঁপু’ গল্পের যোগসূত্র ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের মা সর্বজয়া চরিত্রকে পুরোপুরি ধারণ করেনি’- মূল্যায়ন কর।

- Advertisement -

৩. জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।

আরো পড়ুনঃ  এসএসসি কৃষি শিক্ষা প্রশ্ন সমাধান সিলেট বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

ক. নিমের কচি পাতাগুলো অনেকে খায় কেন?
খ. কবিরাজরা নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সাথে ‘নিমগাছ’ গল্পের সাদৃশ্য ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘নিমগাছ’ গল্পের সম্পূর্ণ ভাব ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

- Advertisement -

৪. কক্সবাজারের রকিব ও নেপালের নবিন দুজনই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। রকিব ঈদের ছুটিতে নবিনকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়। দুজনে সমুদ্র সৈকত, পাহাড়, ঝরনা, বৌদ্ধ মন্দির, শহিদ মিনার প্রভৃতি, স্থানে ঘুরে বেড়ায়। রকিবের পরিবারের অন্য সদস্যরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তাদের আদর- আপ্যায়ন ও আতিথেয়তায় নবিন এতই মুগ্ধ হয় যে, বিদায়বেলায় সে অশ্রুসিক্ত হয়ে যায়।

ক. ‘প্রবাস বন্ধু’ গল্পটি লেখকের কোন গ্রন্থ থেকে গৃহীত?
খ. কার গোয়াল, কে দেয় ধুয়ো’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকে রকিবের আচরণে ‘প্রবাস বন্ধু’ গল্পের আবদুর রহমানের চরিত্রের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “প্রবাস বন্ধু” গল্পের লেখক ও উদ্দীপকের নবিন এক নয় – তুমি কি এ মন্তব্যের সাথে একমত? যুক্তিসহকারে লেখ।

খ-অংশ: কবিতা

- Advertisement -

৫. সাহিদ ও জাহিদ দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাহিদ বাংলা ভাষাকে খুব ভালোবাসে। অন্যদিকে জাহিদের বাংলা ভাষা ও সংস্কৃতি পছন্দ নয়। সে ইংরেজি জানা নিয়ে গর্ব করে। সাহিদ ক্ষুব্ধ হয়ে জাহিদকে বলে, “আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার।”

ক. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
খ. ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আবদুল হাকিম কী মনোভাব পোষণ করেন? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সাহিদ ও ‘বঙ্গবাণী’ কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উৎসারিত”- বিশ্লেষণ কর।

আরো পড়ুনঃ  এইচএসসি ভূগোল ১ম প্রশ্ন সমাধান রাজশাহী বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

৬. নানামুখী প্রতিকূলতার জন্য পাঁচবার বিএ পরীক্ষায় অবতীর্ণ হয়েও কৃতকার্য হতে পারেনি কাশেম। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের তিরস্কারে কাশেম কিছুটা বিচলিত হয়। এমন পরিস্থিতিতে কাশেম তার গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ৬ষ্ঠ বারের মতো দৃঢ় মনোবলসহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কৃতকার্য হয়।

- Advertisement -

ক. ‘দারা’ শব্দের অর্থ কী?
খ. আয়ু যেন শৈবালের নীর।- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটি উন্মোচিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকটি ‘জীবন-সঙ্গীত’ কবিতার সমগ্র ভাব ধারণ করেনি।”- উক্তিটির যথার্থতা নিরূপণ কর।

৭. বাঁশ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই
এমন সময় মাগো, আমার কাজলা দিদি কই?
বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে
লেবুর গন্ধে ঘুম আসে না, তাইতো জেগে রই।

- Advertisement -

ক. কে নক্ষত্রের তলে স্বপ্ন দেখবে?
খ. ‘পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল- বলতে কী বোঝানো হয়েছে? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে ‘সেইদিন এই মাঠ’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটি ‘সেইদিন এই মাঠ’ কবিতার সমগ্র ভাব ধারণ করেছে কি? তোমার মতামত বিশ্লেষণ কর।

৮. বিদেশি সেনার কামানে বুলেটে বিদ্ধ
নারী শিশু আর যুবক জোয়ান-বৃদ্ধ
শত্রু সেনারা হত্যার অভিযানে
মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে।

- Advertisement -

ক. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মিঠুর ভাইয়ের নাম কী?
খ. ‘এমন খুশি আমার জীবনে আর আসেনি’- বুধার এ উক্তির কারণ কী? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে প্রথম দুই ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ. ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বিষয়বস্তুর খণ্ডিত অংশমাত্র- মন্তব্যটির সপক্ষে তোমার যুক্তি দাও।

৯. ‘ক’ ইউনিয়নের চেয়ারম্যানের নাম শুনলে গ্রামের মানুষ ভয়ে কাঁপে। তার ইচ্ছামতো এলাকার সবকিছু পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের তার বাড়িতে আশ্রয় দেয়। গ্রামের হাস-মুরগি, ছাগল, সবজি, ফলমূল প্রভৃতি জোরপূর্বক নিয়ে যায় সৈন্যদের জন্য। কেউ অবাধ্য হলে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের খোঁজখবর পাক হানাদারদের জানিয়ে দেয়। গ্রামের মেয়েদের ধরে নিয়ে যায় হানাদারদের ক্যাম্পে।

আরো পড়ুনঃ  এসএসসি বাংলা ২য় সাজেশন সকল বোর্ড ২০২৩ [১০০% নির্ভুল সমাধান] PDF

ক. বুধা প্রায়ই কী সাজত?
খ. “এবার মৃত্যুর উৎপাত শুরু করেছে ভিন্ন রকমের মানুষ”- এ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকের চেয়ারম্যান চরিত্রে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসে বর্ণিত কোন চরিত্রকে খুঁজে পাও? বর্ণনা কর।
ঘ. “উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের খন্ডচিত্র মাত্র।” মন্তব্যটি বিশ্লেষণ কর।

- Advertisement -

ঘ-অংশ: নাটক

১০. মাতৃহারা ঝিনু চাচার বাড়িতে বড় হয়। চাচি ঝিনুকে বোঝা মনে করে। ভাবে কোনো রকম পাত্রস্থ করতে পারলেই হয়। অবশেষে চাচি সতীনের সংসারে এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় ঝিনুকে। জীবন সচেতন ঝিনু এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমায়।

ক. বহিপীরের বয়স কত বছর?
খ. হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিলেন কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নাটকের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ‘বহিপীর’ নাটকের সমগ্র ভাব ফুটে উঠেছে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

১১. আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে এখন শ্রীহীন প্রায়। যতটুকু আছে তাও ঘটের তলানিতে। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আলমাস মননে আধুনিক। ওসবে তার মাথাব্যথা নেই। বাবাকে বলে, “আমি এ যুগের ছেলে, শিক্ষাই আমার সম্পদ। আমায় নিয়ে ভেবো না, বাবা। জীবন পাল্টানোর পরশমণি আমার হাতের মুঠোয়।”

ক. “বদান্যতার জোরে জান যায় মানুষের”- উক্তিটি কার?
খ. “আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গরু জবাই চেয়ে দেখতে পারেন না।”- তাহেরা একথা বলেছিল কেন?
গ. উদ্দীপকের আলমগীর তালুকদারের পরিবারের সাথে ‘বহিপীর’ নাটকের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ. “বোধ ও বিশ্বাসে আলমাস ও হাশেম যেন মুদ্রার এপিঠ ওপিঠ”- যথার্থতা বিচার কর।

- Advertisement -

Share This Article
Leave a comment