অষ্টম (৮ম) গনিত অ্যাসাইনমেন্ট ২০২২ পঞ্চম (৫ম সপ্তাহ) সমাধান
অষ্টম (৮ম) গনিত অ্যাসাইনমেন্ট ২০২২ (৫ম সপ্তাহ) সমাধান (১০০% নির্ভুল)। Class Eight (08) Assignment 2022. অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ পঞ্চম সপ্তাহের জন্য। বাংলাদেশের বেশির ভাগ শিক্ষার্থী বর্তমানে ইন্টারনেটের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সলিউশন ২০২২ পাওয়ার জন্য অনুসন্ধান করছে। Class 08 (Eight) Assignment Solution 2022.
৮ম শ্রেণির গনিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গনিত ৫ম সপ্তাহ
এসাইনমেন্ট শিরোনাম:
দেশীয়-ব্রিটিশ ও আন্তর্জাতিক পদ্ধতিতে আয়তাকার ও ত্রিভুজাকার বস্তুর উচ্চতা ও
তলের ক্ষেত্রফল পরিমাপ।
ক’ নং প্রশ্নের উত্তর:
ক্ষেত্রফল বর্গগজে প্রকাশ:
উদ্দীপক হতে পাই, দরজার দৈর্ঘ্য = ২ মিটার
এবং প্রস্থ = ১.২৫ মিটার
∴ দরজাটির ক্ষেত্রফল (২×১.২৫ ) বর্গমিটার
= ২.৫ বর্গমিটার
= (২.৫×১.২) বর্গগজ [১ বর্গমিটার = ১.২ বর্গগজ]=৩ বর্গগজ
অর্থাৎ নির্ণেয় দরজাটির ক্ষেত্রফল ৩ বর্গগজ। (উত্তর)
”খ” নং প্রশ্নের উত্তর:
উদ্দীপক হতে পাই,
প্রতিটি জানালার দৈর্ঘ্য = ১.৫ মিটার
এবং প্রস্থ = ১ মিটার
সুতরাং ২টি জানালার ক্ষেত্রফল = (১.৫×১) ×২
আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।
= ৩ বর্গমিটার
এবং ‘ক’ হতে পাই সামনের দরজার ক্ষেত্রফল = ২.৫ বর্গমিটার
অর্থাৎ ২ টি জানালা ও ১টি দরজার মোট ক্ষেত্রফল = (৩+২.৫) বর্গমিটার
=৫.৫ বর্গমিটার
চিত্র হতে পাই,
আয়তাকার ঘরের দৈর্ঘ্য = ১৫ মিটার
যেহেতু, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা দেড়গুন (১.৫ গুন)
আয়তাকার ঘরের প্রস্থ= (১৫÷১.৫) মিটার
= ১০ মিটার
সুতরাং, আয়তাকার ঘরের সামনের দেয়ালের ক্ষেত্রফল = (১৫×১০) বর্গমিটার
= ১৫০ বর্গমিটার
অর্থাৎ, দরজা ও জানালা বাদে দেয়ালটির ক্ষেত্রফল =(১৫০-৫.৫)
=১৪৪.৫ বর্গমিটার
সুতরাং নির্ণেয় দরজা ও জানালা বাদে দেয়ালটির ক্ষেত্রফল ১৪৪.৫ বর্গমিটার।
”গ” নং প্রশ্নের উত্তর:
ঘরের সামনের চালে টিন লাগাতে মোট খরচ =১৪৪০০ টাকা।
এবং প্রতি বর্গমিটারে খরচ = ৪৮০ টাকা
অর্থাৎ ঘরের সামনের চালের ক্ষেত্রফল = (১৪৪০০÷৪৮০) বর্গমিটার
= ৩০ বর্গমিটার
এবং ঘরের সামনের চালের দৈর্ঘ্য = ১৫ মিটার
মনে করি,, চালের উচ্চতা = h মিটার
আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২× (ভূমি × উচ্চতা)
প্রশ্নমতে,
১/২× (ভূমি × উচ্চতা) = ৩০
বা, ১/২× (১৫ × h ) = ৩০
বা, (১৫ × h ) = ৩০×২
বা, h = ৬০÷১৫
বা, h = ৪
সুতরাং নির্ণেয় উচ্চতা ৪ মিটার।
অ্যাসাইনমেন্ট শেষ
বিশেষ সতর্কতা: উপরোক্ত নমুনা উত্তরগুলো দেওয়ার একমাত্র উদ্দেশ্য হল, শিক্ষার্থীদের নির্ধারিত বিষয়ের উপর ধারণা দেওয়া। ধারণা নেওয়ার পর অবশ্যই নিজের মত করে এসাইনমেন্ট লিখতে হবে। উল্লেখ্য যে, হুবহু লেখার কারণে আপনার উত্তর পত্রটি বাতিল হতে পারে। এ সংক্রান্ত কোন দায়ভার সারগো আইটি-এর নয়।
আমাদের কাজের মধ্যে কোন প্রকার ভুল ত্রুটি দেখা গেলে আমাদেরকে কমেন্ট করে জানান। প্রতি সপ্তাহের সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমাদের কাছ থেকে ন্যূনতম সাহায্য পেয়ে থাকলে আপনাদের অন্যান্য বন্ধুদের সাথে ওয়েবসাইটটিকে ফেসবুকে শেয়ার দিতে পারেন।
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট ২০২২, ৮ম শ্রেণীর অ্যাসাইনমেন্ট ২০২২,
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট উত্তর গনিত ২০২২,
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট গনিত ২০২২,
অষ্টম শ্রেণির এসাইনমেন্ট উত্তর গনিত ৫ম সপ্তাহ,