বাগেরহাট জেলার নামকরনের ইতিহাস

Sargo Desk
1 Min Read

এক সময় বাগেরহাটের নাম ছিল খলিফাবাদ বা প্রতিনিধির শহর। খানজাহান আলী (রঃ) গৌড়ের সুলতানদের প্রতিনিধি হিসেবে এ অঞ্চল শাসন করতেন। কেউ কেউ মনে করেন, বরিশালের শাসক আঘা বাকের এর নামানুসারে বাগেরহাট হয়েছে। কেউ বলেন, পাঠান জায়গীদার বাকির খাঁ এর নামানুসারে বাগেরহাট হয়েছে। আবার কারো মতে, বাঘ শব্দ হতে বাগেরহাট নাম হয়েছে। জনশ্রুতি আছে খানজাহান আলী (রঃ) এর একটি বাগ(বাগান) বা বাগিচা ছিল। এ বাগ শব্দ হতে বাগেরহাট। অনেকে মনে করে, নদীর বাঁকে হাট বসতো বিধায় বাঁকেরহাট; বাঁকেরহাট হতে বাগেরহাট।

আরো পড়ুনঃ  নারায়ণগঞ্জ জেলার নামকরনের ইতিহাস
Share This Article
Leave a comment