কুমিল্লা জেলার নামকরনের ইতিহাস
প্রাচীনকালে এটি সমতট জনপদের অন্তর্গত ছিল। পরবর্তীতে এটি ত্রিপুরা রাজ্যের অংশ হয়। কুমিল্লা নামকরণের অনেকগুলো প্রচলিত লোককথা আছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য চৈনিক পরিব্রাজক ওয়াং চোয়াং কর্তৃক সমতট রাজ্য পরিভ্রমণের বৃত্তান্ত। তাঁর বর্ণনায় ‘কিয়ামলঙ্কিয়া’ ( Kiamolonkia) নামক স্থানের বর্ণনা রয়েছে। এ থেকে কমলাঙ্ক বা কুমিল্লা নামকরণ হয়েছে।