ইতিহাস ও সংস্কৃতিজেলার নামকরন

বরগুনা জেলার নামকরনের ইতিহাস

বরগুনা নামের উৎপত্তি নিয়ে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া না। মনে করা হয়, উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এ অঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাকদোন নদী অতিক্রম করতে গিয়ে অনুকুল প্রবাহ বা বড় গোনের জন্য এখানে অপেক্ষা করত বলে এ স্থানের নাম হয় বড় গোনা। কারো মতে, স্রোতের বিপরীতে গুন (দড়ি) টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা। কেউ কেউ বলেন, বরগুনা নামক কোন প্রভাবশালী রাখাইন অধিবাসীর নামানুসারে বরগুনা হয়েছে। আবার কারো মতে, বরগুনা নামক কোন এক বাওয়ালীর নামানুসারে এ স্থানের নামকরণ বরগুনা করা হয়।

আরো পড়ুনঃ  কুড়িগ্রাম জেলার নামকরনের ইতিহাস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button