গাইবান্ধা জেলার নামকরনের ইতিহাস

Sargo Desk
1 Min Read

গাইবান্ধা নামকরণ সম্পর্কে কিংবদন্তী প্রচলিত আছে যে, প্রায় পাঁচ হাজার বছর আগে মৎস্য দেশের রাজা বিরাটের রাজধানী ছিল গাইবান্ধা এলাকায়। বিরাট রাজার গো-ধনের কোন তুলনা ছিল না। তার গাভীর সংখ্যা ছিল ষাট হাজার। মাঝে মাঝে ডাকাতরা এসে বিরাট রাজার গাভী লুণ্ঠন করে নিয়ে যেতো। সে জন্য বিরাট রাজা একটি বিশাল পতিত প্রান্তরে গো-শালা স্থাপন করেন। সেই নির্দিষ্ট স্থানে গাভীগুলোকে বেঁধে রাখা হতো। প্রচলিত কিংবদন্তী অনুসারে এই গাভী বেঁধে রাখার স্থান থেকে এতদঞ্চলের কথ্য ভাষা অনুসারে এলাকার নাম হয়েছে গাইবাঁধা, কালক্রম এটি গাইবান্ধা নামে পরিচিতি লাভ করে।

আরো পড়ুনঃ  যশোর জেলার নামকরনের ইতিহাস
Share This Article
Leave a comment