ইতিহাস ও সংস্কৃতিজেলার নামকরন
পঞ্চগড় জেলার নামকরনের ইতিহাস
পঞ্চ বা পাঁচ গড়ের সমাহার পঞ্চগড় জেলায় বেশ কিছু গড় রয়েছে। এদের মাঝে উল্লেখ করার মত গড় হল ভিতরগড়, মিরগড়, রাজনগড়, হোসেনগড়, দেবনগড়। ‘পঞ্চ’ অর্থ পাঁচ, আর ‘গড়’ অর্থ বন বা জঙ্গল। ‘পঞ্চগড়’ নামটি এভাবেই এসেছে।