|

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র সাজেশন ২০২২ সকল বোর্ড [১০০% কমন] PDF

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় সাজেশন সকল বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান] PDF: সমস্ত এইচএসসি ছাত্ররা এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় সাজেশন ২০২২ খুঁজছে। কিন্তু পৌরনীতি ও সুশাসন ২য় -এর জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এইচএসসি সাজেশন আমাদের ওয়েবসাইটে এখানে রয়েছে একজন প্রার্থীর জন্য কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ। তাই সকল শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা পরামর্শ দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সমস্ত এইচএসসি পৌরনীতি ও সুশাসন 2য় সাজেশন ২০২২ এর জন্য আপডেট করা হয়েছে.

আমাদের শিক্ষাব্যবস্থায়, ২০২২ সালের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় -এর জন্য HSC-এর শিক্ষার্থীদের পরামর্শ প্রয়োজন। আমরা জানি যে শিক্ষার্থীরা পরামর্শ ছাড়াই ভালো করতে পারে। সহজ কথায়, একজন শিক্ষার্থী পরামর্শ ছাড়াই হারিয়ে যাওয়া পথিকের মতো, কারণ যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই সাজেশনে দেওয়া আছে। এবং খুব কম পরামর্শ ছাড়া পাওয়া যায়. তাই এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় এর সাজেশন এখানে।

Check all HSC 2022 Exam Suggestions here

HSC Municipal Policy and Good Governance 2nd Exam Suggestion 2022

পৌরনীতি ও সুশাসন 2nd HSC সংক্ষিপ্ত পরামর্শ 2022: পরামর্শটি এমন একটি জিনিস যা অনুসরণ করলে একজন শিক্ষার্থী আরও ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভালো ফল পাওয়ার একমাত্র কারণ হল পরামর্শগুলো মেনে চলা। বিজ্ঞানের সব সাবজেক্টের মধ্যে পৌরনীতি ও সুশাসন ২য় সবচেয়ে কঠিন। তাই পৌরনীতি ও সুশাসন ২য় ভালো ফলাফল পেতে আপনার অবশ্যই পরামর্শ লাগবে, পরামর্শ ছাড়া ভালো ফলাফল আশা করা যায় না। আপনি এই ওয়েবসাইটে HSC 2022 এর জন্য সমস্ত পরামর্শ পেতে পারেন।

Check all HSC 2022 Exam Questions together here

HSC Municipal Policy and Good Governance 2nd Short Suggestion 2022

আমরা মার্কেটিংদেশের সকল শিক্ষার্থীদের জন্য এইচএসসি মার্কেটিং ২য় প্রশ্ন নিয়েও আলোচনা করতে যাচ্ছি। দিনাজপুর, কুমিল্লা, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং যশোর নামের bd এর সকল শিক্ষা বোর্ড এই HSC 2022 মার্কেটিং 2nd সাজেশনে সন্তুষ্ট হবে। সাজেশনগুলো মূলত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের তালিকা। প্রশ্ন না হয়েও এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হতে পারে।

আরো পড়ুনঃ  এইচএসসি যুক্তিবিদ্যা ১ম প্রশ্ন সমাধান দিনাজপুর বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

যারা পরীক্ষার্থী তারা জানেন না পরীক্ষার প্রশ্ন কোথা থেকে প্রস্তুত করা হবে বা পরীক্ষায় কোন প্রশ্ন আসবে। সেজন্য আপনি যদি ভাল ফলাফল পেতে চান তবে আপনাকে অবশ্যই পরামর্শগুলি অনুসরণ করতে হবে।

HSC Municipal Policy and Good Governance 2nd Suggestion PDF Download

একটু গবেষণা করলে দেখা যায়, অতীতে ভালো ফল করেছে এমন সব শিক্ষার্থী পরামর্শগুলো অনুসরণ করেছে। তারা আরও বলে যে তারা যদি পরামর্শগুলি অনুসরণ না করত তবে তারা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারত না। তাই আপনি যদি একজন শিক্ষার্থী হিসেবে ভালো ফলাফল করতে চান তবে আপনাকে অবশ্যই একটি পরামর্শ অনুসরণ করতে হবে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

পৌরনীতি ও সুশাসন ২য় পত্রের সাজেশন ২০২২

  • প্রথম অধ্যায়: ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ
  • দ্বিতীয় অধ্যায়: পাকিস্তান থেকে বাংলাদেশ(১৯৪৭-১৯৭১)
  • চতুর্থ অধ্যায়: বাংলাদেশের সংবিধান (আংশিক)
  • সপ্তম অধ্যায়: সাংবিধানিক প্রতিষ্ঠান
  • দশম অধ্যায়: নাগরিক সমস্যা ও আমাদের করণীয়

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র সাজেশন ২০২২

অধ্যায়:-১ (আংশিক)

১)১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য।

২)১৯৩৫ সালের ভারত শাসন আইনের গভর্নর জেনারেলের ক্ষমতা।

৩)জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব

৪)মন্ত্রীমিশন পরিকল্পনা ও তা ব্যার্থ হওয়ার কারন

৫)লাহোর প্রস্তাব

৬)১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য ও তাৎপর্য।

অধ্যায়:-২

১)ভাষা আন্দোলন ও এর প্রভাব

২)যুক্তফ্রন্ট নির্বাচন

৩)১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন

৪)ঐতিহাসিক আগরতলা মামলা

৫) ১৯৭০ সালের নির্বাচন

৬)৭ মার্চের নির্বাচন

৭)পাকিস্তান রাষ্ট্রের স্বরূপ

৮)১৯৬৯ সালের গণঅভ্যুত্থান

অধ‍্যায়:-৩(আংশিক)

১)এ,কে ফজলুল হক***

২)শহীদ সোহরাওয়ার্দী

৩)মাওলানা আব্দুল হামিদ খান 

৪)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান***

৫)চিত্তরন্জ্ঞন দাস

৬)সলিমুল্লাহ

অধ্যায়:-৪(আংশিক)

১)১৯৭২ সালার সংবিধানের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

২)রাষ্ট্রীয় মূলনীতি(যেকোনো একটি মূলনীতি ব্যাখ্যা করতে বলতে পারে তাই খ নং প্রশ্নের জন্য ভালোভাবে পড়বে।

৩)মৌলিক অধিকার

৪)মৌলিক অধিকার বলবৎ করার উপায়।

আরো পড়ুনঃ  এইচএসসি যুক্তিবিদ্যা ১ম প্রশ্ন সকল বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

অধ্যায়:- ৭

সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ

এইচএসসি পৌরনীতি ও সুশাসন ২য় পত্র সাজেশন ২০২২ সৃজনশীল প্রশ্ন

১. উপনিবেশিক শাসন ও নির্যাতনের যাতাকলে নিষ্পেষিত ‘M’ রাষ্ট্রের জনগণ দীর্ঘদিন যাবৎ স্বাধীনতার জন্য আন্দোলন করে চলেছে। গণআন্দোলনে বাধ্য হয়ে শাসকগোষ্ঠী একটি নতুন আইন প্রণয়ন করে রাষ্ট্রকে দুভাগে ভাগ করে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম দিয়ে দেশ ত্যাগ করে।

ক. মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কতজন?
খ. বঙ্গভঙ্গ বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত কোনো আইনের আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ আইনের গুরুত্ব বিশ্লেষণ করো।

২. ‘খ’ রাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় নেতাকে গ্রেফতার করে দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে রাখার পর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করায় জনগণ বিক্ষোভে ফেটে পড়ে। এক পর্যায়ে সরকার মিথ্যা মামলা প্রত্যাহার করে জনপ্রিয় নেতাকে মুক্তি দিতে বাধ্য হয়।

ক. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খ. ভাষা আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত বইয়ের কোন ঐতিহাসিক ঘটনার সাদৃশ্য আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে বর্ণিত ঘটনা জাতীয়তাবাদী আন্দোলনকে বেগবান করে- বিশ্লেষণ করো।

৩. জনাব রশিদ একটি সংগঠনের প্রধান নির্বাহী । দায়িত্ব নেবার পর তিনি সংগঠনটি পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করেন। সংগঠনটির সদস্যদের সঙ্গে আলোচনা ও অন্যান্য সংগঠনের নীতিমালা পর্যালোচনা করে নীতিমালাটি তৈরি করা হয়। নীতিমালায় সদস্যদের অধিকার ও কর্তব্য, সংগঠন পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়। জনগণের আশা-আকাঙ্খার প্রতি লক্ষ রেখে নীতিমালাটি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে।

ক. স্থানীয় শাসন কাকে বলে?
খ, মৌলিক অধিকার কেন প্রয়োজন?
গ. উদ্দীপকে উল্লিখিত নীতিমালার সাথে বাংলাদেশ সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিগত মিল কোথায়? ব্যাখ্যা করো।
ঘ. “উক্ত নীতিমালাটির সংশোধন সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক” – বিশ্লেষণ করো।

৪. মি. আমিন বাংলাদেশের একটি সাংবিধানিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ পদে কর্মরত। প্রজাতন্ত্রে বেসামরিক কর্মে যোগ্য নাগরিকদের নিয়োগের সার্বিক কাজ তার তত্বাবধানে সম্পন্ন হয়। তার বন্ধু মি. আতিক তার পুত্রের জন্য একটি চাকরির সুপারিশ করেন । মি. আমিন তার বন্ধুকে জানিয়ে দেন তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত তা সম্পূর্ণ নিরপেক্ষ। সততার সাথে উপযুক্ত ও দক্ষ লোকের নিয়োগ প্রদান করাই এ প্রতিষ্ঠানের কাজ।

আরো পড়ুনঃ  এসএসসি গার্হস্থ্য বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর (১৫ তম সপ্তাহ)

ক. জাতীয় সংসদের সদস্য সংখ্যা কত?
খ. প্রশাসনিক ট্রাইব্যুনাল কী?
গ. মি. আমিন কোন প্রতিষ্ঠানে ও কোন পদে কর্মরত? উক্ত প্রতিষ্ঠানের গঠন ও উক্ত পদের পদমর্যাদা বর্ণনা করো।
ঘ. উক্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম উদ্দীপকে প্রতিফলিত হয়নি – বিশ্লেষণ করো।

৫. জনি রনির বড় ভাই। রনি ২০১৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তি পেয়েছে। অন্যদিকে জনি কথা বলতে পারে না। তাই স্থানীয় স্কুলে তাকে ভর্তি করানো যায়নি। তার সমবয়সীরা তাকে খেলায় নিতে চায় না। এ কারণে জনি ও তার বাবা-মায়ের মন খারাপ থাকে । জনির সাথে রনির খুব বন্ধুত্ব। জনি সুন্দর ছবি আঁকতে পারে। তার বাবা তার জন্য রং ও ছবি আকার বই কিনে দিয়েছে। জনি এখন ছবি আকা নিয়ে ব্যস্ত।

ক. CFC কী?
খ. খাদ্যে ভেজাল বলতে কী বোঝ?
গ. জনির প্রতিবন্ধিতা জনিত সমস্যাটি ব্যাখ্যা করো।
ঘ. জনির সমস্যা সমাধানে এবং তাকে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে সহায়তা করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আলোচনা করো।

৬. অহনার প্রিয় সবজি টমেটো। সে বাজার থেকে সুন্দর রং দেখে দুই কেজি টমেটো ক্রয় করে। বাসায় এসে কেটে দেখে টমেটো পাকার মত হয়নি। এই টমেটো খেয়ে তার ছোট বোন মারিয়া অসুস্থ হয়ে পড়লো। অহনা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দোকানদারকে গ্রেফতার করে আদালতে হাজির করে। বিজ্ঞ আদালত দোকানদারকে এ আইনের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করেন।

ক. ইভটিজিং কাকে বলে?
খ. রাজনৈতিক অস্থিরতা কীভাবে দুনীতির বিকাশ ঘটায়?
গ. উদ্দীপকে অহনার সমস্যাটি বাংলাদেশের কোন সমস্যার প্রতি ইঙ্গিত বহন করে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অহনা যে সমস্যার সম্মুখীন হয়েছে তা প্রতিরোধে তুমি কী কী সুপারিশ করবে?

৭. জনাব মিলন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। তিনি পেশাগত জীবনে অবৈধভাবে অর্থ উপার্জন করে অনেক ধনসম্পদের মালিক হন। সম্প্রতি বাংলাদেশের একটি প্রতিষ্ঠান তার বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের ভিক্তিতে মামলা দায়ের ও পরিচালনা করে। বিচার শেষে বিজ্ঞ আদালত তাকে এ অপরাধের জন্য নির্ধারিত সর্বোচ্চ শাস্তি প্রদান করেন।

আরো পড়ুনঃ  এইচএসসি হিসাববিজ্ঞান ১ম প্রশ্ন সমাধান সিলেট বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

ক. সাংবিধানিক প্রতিষ্ঠান কাকে বলে?
খ. কীভাবে সরকারি কর্মকমিশন যোগ্য প্রাথী বাছাই করে?
গ. উদ্দীপকে উল্লিখিত জনাব মিলনের বিরুদ্ধে যে প্রতিষ্ঠানটি মামলা দায়ের করেছে তার কার্যাবলি ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির গৃহীত পদক্ষেপ দুনীতি দমনে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে কর? মতামত দাও।

৮. মজিদ মোল্লা বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে অধ্যয়নরত। বিভিন্ন দেশের সংবিধানের বিবর্তনের ইতিহাস পড়তে গিয়ে সে দেখল একটি দেশ অতি দ্রুততার সাথে একটি অনন্য প্রকৃতির সংবিধান রচনা করেছে। সংবিধানে নাগরিকদের আইনের দৃষ্টিতে সমতা, চলাফেরার স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতা দেয়া হয়েছে।

ক. বাংলাদেশ সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস হয় কোন সালে?
খ. বাংলাদেশ সংবিধানের যেকোনো একটি রাষ্ট্রীয় মূলনীতি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত দেশটির সাথে কোন দেশের সংবিধান রচনার মিল পাওয়া যায়? বর্ণনা করো।
ঘ. উদ্দীপকের দেশটির সংবিধানে প্রদত্ত মৌলিক অধিকার ছাড়াও তোমার দেশের সংবিধানে আর যেসব মৌলিক অধিকার প্রদান করা হয়েছে তা বিশ্লেষণ করো।

৯. ভারতীয়দের স্বার্থ সংরক্ষণের জন্য ১৮৮৫ সালে সর্বপ্রথম এ উপমহাদেশে একটি রাজনৈতিক দলের উদ্ভব ঘটে। মুসলমানগণও তাদের স্বার্থ এবং দাবি-দাওয়া পূরণের উদ্দেশ্যে আরো একটি রাজনৈতিক দল গঠন করেন। দল দুটি প্রাথমিক পর্যায়ে ব্রিটিশদের প্রতি আনুগত্য দেখায়। পরবর্তীতে দল দুটির নেতৃতে ভারত বিভক্ত হয়ে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

ক. দ্বি-জাতি তত্বের প্রবস্তা কে?
খ. প্রাদেশিক স্থায়ত্তশাসন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে কোন কোন রাজনৈতিক দলের কথা বলা হয়েছে? যেকোনো একটি রাজনৈতিক দলের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করো।
ঘ. ভারত বিভক্তিতে উক্ত দল দুটির ভূমিকা মূল্যায়ন করো।

১০. ‘ক’ রাষ্ট্র শাসকদের শোষণ-নির্যাতনের প্রতিবাদে জনগণ শুরু থেকেই ঐক্যবদ্ধ হয়। দীর্ঘ দুই যুগ পরে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে জনগণ তাদের পছন্দের দলকে ভোট দিয়ে বিজয়ী করে। কিন্তু ক্ষমতা হস্তান্তর না করে শাসকগোষ্ঠী নতুন ষড়যন্ত্র শুরু করলে জনগণের প্রিয় নেতা স্বাধীনতা ঘোষণা করেন।

আরো পড়ুনঃ  এসএসসি গার্হস্থ্য অর্থনীতি প্রশ্ন সমাধান রাজশাহী বোর্ড ২০২২ [১০০% নির্ভুল সমাধান]

ক. ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জাতীয় পরিষদের কয়টি আসনে আওয়ামী লীগ জয়লাভ করে?
খ. ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকের সাথে তোমার পঠিত ১৯৭০ সালের নির্বাচনের কোন মিল আছে কি? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ নির্বচন বাঙালির আত্মনিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ সুগম করে- বিশ্লেষণ করো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *