এসএসসি রেজাল্ট দেখার নিয়ম ২০২২ – SSC Exam Result 2022
নাম্বার সহ এসএসসি রেজাল্ট ২০২২ কিভাবে দেখবেন তা এখানে বর্ণনা করা হয়েছে: মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি রেজাল্ট অনুষ্ঠিত হয়েছে এবং এর ফলাফল মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর অফিস ওয়েবসাইটে প্রকাশিত হবে। সরকারি নিয়ম অনুযায়ী ফলাফল প্রকাশের তারিখ পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে। সুতরাং সেই হিসেবে আগামী ২৮ নভেম্বর এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। ফলাফল টি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবেন। আজ আমরা এখানে এসএসসি পরীক্ষার ফলাফল কিভাবে এবং কত পদ্ধতিতে সংগ্রহ করা যায় তা বিস্তারিত আলোচনা করব। সুতরাং এই জন্য শিক্ষার্থীরা ফলাফল সকল প্রতিদিন আমাদের ওয়েবসাইট থেকে জানতে পারবেন।
এসএসসি রেজাল্ট ২০২২ কবে প্রকাশিত হবে
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এসএসসি দাখিল পরীক্ষার ফলাফল একই দিনে তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবেন এবং সরকারি নিয়ম অনুযায়ী আগামী ২৮ নভেম্বর একযোগে ফলাফল প্রকাশিত হবে। এই ফলাফল টি সকাল দশটায় আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী অনুভূতি করবে শিক্ষা মন্ত্রী ডাক্তার দীপু মনি ঘোষণা করবেন এবং অফিশিয়াল ওয়েবসাইট প্রকাশ করবেন। সুতরাং ফলাফল টি অনলাইনের মাধ্যমে, এসএমএসের মাধ্যমে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
এসএসসি বা দাখিল পরীক্ষার ফলাফল ২০২২ জানার পদ্ধতি বা নিয়ম
এসএসসি/দাখিল/ভোকেশনাল শিক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফলাফল ২০২২ সংগ্রহ করতে পারবেন। এজন্য শিক্ষার্থীদের কে জানতে হবে কিভাবে মোবাইলে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল সংগ্রহ করা যায়। সুতরাং আসুন তাহলে এসএমএস এর মাধ্যমে ফলাফল জানার পদ্ধতি নিচে থেকে জেনে নেবো।
কিভাবে মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানবেন ২০২২
আপনি যদি একজন এসএসসি/ দাখিল /ভোকেশনাল শিক্ষার্থী শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে জানতে হবে এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহের পদ্ধতি সমূহ। আজ আমরা এখানে এসএমএস এর মাধ্যমে কিভাবে ফলাফল সংগ্রহ করা যায় এই পদ্ধতিটি বিস্তারিতভাবে নিচে তুলে ধরা যাতে পরীক্ষার্থীরা সহজে ও দ্রুত করতে পারবে।
এসএমএসের মাধ্যমে এসএসসি ফলাফল সংগ্রহের পদ্ধতি
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ SSC DIN 455563 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে
আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।
এসএমএসের মাধ্যমে দাখিল ফলাফল সংগ্রহের পদ্ধতি
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ Dakhil MAD 455568 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
এসএমএসের মাধ্যমে ভোকেশনাল ফলাফল সংগ্রহের পদ্ধতি
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
উদাহরণঃ SSC Tec 456556 2022 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
সকল শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর
শিক্ষার্থীদের কে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট নেওয়ার জন্য সকল শিক্ষা বোর্ডের তিন অক্ষর ব্যবহার করতে হবে এবং এসএমএস পাঠাতে হবে। তাই এই শিক্ষা বোর্ডের প্রথম তিন অক্ষর নিচে ধারাবাহিকভাবে প্রদান করা হলো:
- DHA = Dhaka Education Board
- COM = Comilla Board
- RAJ = Rajshahi Board
- JES = Jessore Board
- CHI= Chittagong Board
- BAR = Barisal Board
- SYL = Sylhet Board
- DIN = Dinajpur Board
- MAD = Madrassah Board
- TEC= Technical Board
- MYN=Mymensing Education Board
অনলাইনের মাধ্যমে এসএসসি ২০২২ রেজাল্ট দেখার পদ্ধতি
আপনি যদি অনলাইনের মাধ্যমে রেজাল্ট সংগ্রহ করতে চান তাহলে নিচে প্রদর্শিত নিয়মাবলী অনুসরণ করে রেজাল্ট সংগ্রহ করুন
- প্রথমে,educationboardresults.gov.bd তে লগইন করুন
- তারপর, আপনার পরীক্ষা নির্বাচন করুন
- এবার, আপনার পরীক্ষার বছর নির্বাচন করুন (২০২২)
- শিক্ষা বোর্ড হিসেবে শিক্ষা বোর্ড নির্বাচন করুন
- এবার আপনার পরীক্ষার রোল নাম্বার লিখুন
- আপনার পরীক্ষার রেস্তরেশন নাম্বার টাইপ করুন
- এবার ক্যাপচা কোড টাইপ করুন
- পরিশেষে ক্লিক করুন এবং আপনার ফলাফল টি প্রদর্শিত হবে
অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে ফলাফল সংগ্রহ ২০২২
দাখিল পরীক্ষার্থীর অ্যান্ড্রয়েড অ্যাপস এর মাধ্যমে তাকে পরীক্ষার ফলাফল সংগ্রহ করতে পারবেন। এজন্য শিক্ষার্থী থেকে কে তাদের মোবাইলে গুগল প্লে স্টোর থেকে অ্যাপস গুলো ইন্সটল করতে হবে অথবা সরাসরি educationboardresult.gov.bd সাইটের মাধ্যমে অ্যাপস ডাউনলোড করতে হবে। সুতরাং অ্যাপস ইন্সটল করার পর আপনি খুব সহজেই আপনার দাখিল পরীক্ষার ফলাফল টি সংগ্রহ করতে পারবেন।
কিভাবে বিদ্যালয়ের এসএসসি ফলাফল ২০২২ ডাউনলোড করব
আপনি যদি বিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে চান বা ডাউনলোড করতে চান তাহলে আপনাকে নিচের পদ্ধতি অনুসরণ করতে হবে.
- প্রথমে,http://eboardresults.com/app/stud/ ওয়েবসাইটে লগইন করুন
- তারপর, ড্রপ ডাউন মেনু থেকে SSC>Dakhil>Equivalent নির্বাচন করুন।
- এবার বছর হিসেবে 2020 সাল সিলেক্ট করুন
- আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।
- আপনার ফলাফলের প্রকারটি লিখুন ( নির্বাচন করুন, স্কুল EIIN প্রবেশ করুন)। Registration Number এখানে থেকে ফলাফল পেতে ঐচ্ছিক।
- এবার ফলাফল পেতে Get Result এ ক্লিক করুন
কিভাবে এসএসসি ২০২২ কেন্দ্রের ফলাফল দেখবেন (SSC 2022 District/Centre Result)
- প্রথমে,http://eboardresults.com/app/stud/ ওয়েবসাইটে লগইন করুন
- তারপর, ড্রপ ডাউন মেনু থেকে SSC?Dakhil>Equivalent নির্বাচন করুন।
- এবার বছর হিসেবে 2020 সাল সিলেক্ট করুন
- আপনার নিজস্ব শিক্ষা বোর্ডের নাম নির্বাচন করুন।
- আপনার ফলাফলের প্রকারটি লিখুন ( স্কুলগত ফলাফল নির্বাচন করতে চান তাহলে Institution Result নির্বাচন করুন, স্কুল EIIN প্রবেশ করুন)।
- এবার ফলাফল পেতে Get Result এ ক্লিক করুন
পরিশেষে বলতে পারি এসএসসি/ দাখিল / ভোকেশনাল পরীক্ষার্থীদের ফলাফল খুব শীঘ্রই শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে। এই ফলাফল টি শহরের সকল পদ্ধতি আমরা উপরে তুলে ধরেছি যাতে পরীক্ষার্থীগণ খুব সহজেই ফলাফল সংগ্রহ করতে পারেন। তাছাড়া ফলাফল টি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের ওয়েবসাইটে ডাউনলোড থাকবে, এখান থেকে সংগ্রহ করতে পারবেন।
এসএসসি ২০২২ সকল বোর্ডের রেজাল্ট দেখুন
আপনি প্রতিটি বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যার যার বোর্ডে অনুযায়ী এস এস সি ২০২২ রেজাল্ট দেখতে পারবেন।নিচে প্রতিটি বোর্ডের অফিশিয়াল ওয়েব সাইট লিংক দেওয়া হলো সাইটে ডুকে আপনারা রেজাল্ট এর পিডিএফ ডাউনলোড করে দেখতে পারবেন।
যশোর বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
ঢাকা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
বরিশাল বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
কুমিল্লা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
রাজশাহী বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
www.rajshahieducationboard.gov.bd
সিলেট বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
ভোকেশনাল বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
মাদ্রাসা বোর্ডের এস এস সি রেজাল্ট ২০২২
http://www.ebmeb.gov.bd/erps_entry_forms/disp_res.php?exam=dak&year=2022