বিকাশ পেওনিয়ার লেনদেনে ২% নিশ্চিত বোনাস

ফ্রিল্যান্সারদের জন্য বিকাশ নিয়ে এলো প্রতি লেনদেনে ২% বোনাস অফার ২০২২! কোনো অপেক্ষা আর কাগজপত্রের ঝামেলা ছাড়াই পেওনিয়ার থেকে ফ্রিল্যান্সিংয়ের টাকা সরাসরি বিকাশ অ্যাপ থেকেই আপনার বিকাশ একাউন্টে ট্রান্সফার করতে পারবেন মুহূর্তে! আর সাথে আছে প্রতি লেনদেনে ২% নিশ্চিত বোনাস অফার আর ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ!

বিকাশ স্মার্টফোন জিতে নেয়ার সুযোগ রয়েছে ফ্রিল্যান্সারদের বিস্তারিত এইখানে ক্লিক করুন।

প্রতি লেনদেনে ২% বোনাস অফারের বিস্তারিত 

  • বিকাশ গ্রাহক পেওনিয়ার থেকে বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করলে প্রতি লেনদেনে ফ্ল্যাট ২% ইনস্ট্যান্ট বোনাস পাবেন। 
  • অফারটি চলবে ১০ ফেব্রুয়ারি-১০ মার্চ, ২০২২ পর্যন্ত। 
  • অফার চলাকালীন লেনদেনের কোনো লিমিট নেই। 
  • চ্যানেল: বিকাশ অ্যাপ।  

অফারের শর্তাবলী

  • বিকাশ গ্রাহক তার সক্রিয় পেওনিয়ার একাউন্ট থেকে (পর্যাপ্ত ব্যালেন্স থাকা সাপেক্ষে) বিকাশ একাউন্টে টাকা ট্রান্সফার করলে ইনস্ট্যান্ট বোনাস পাবেন।
  • বোনাস পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে। যদি গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণে বোনাস বিতরন ব্যর্থ হয়, সেক্ষেত্রে গ্রাহক বোনাস অফারটি পাবেন না।
  • গ্রাহকের একাউন্টের স্ট্যাটাসের ইস্যুজনিত কারণ ছাড়া যদি অন্য কোনো অজানা/ অপ্রত্যাশিত কারণে বোনাস বিতরণ ব্যর্থ হয়, সেক্ষেত্রে ক্যাম্পেইন শেষ হওয়ার পর বিকাশ ২ মাসের মধ্যে পরপর ৩ বার বোনাস বিতরণের চেষ্টা করবে। সকল উপায়ই যদি ব্যর্থ হয়, তাহলে আর কোনো চেষ্টা করা হবে না এবং গ্রাহক বোনাস অফারের জন্য আর বিবেচিত হবেন না।
  • অফার চলাকালীন সময়ে বিকাশ অ্যাপ-এর মাধ্যমে পেওনিয়ার একাউন্ট থেকে বিকাশ একাউন্টে সফলভাবে টাকা ট্রান্সফার করতে হবে।
  • বিকাশ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি, মার্চেন্ট/ আউটলেটের অংশগ্রহণ পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কোনো নির্দিষ্ট লেনদেন এবং/অথবা গ্রাহকের লেনদেন কার্যক্রম যদি এরূপ কোনো যুক্তিসংগত সংশয় তৈরি করে যে, গ্রাহক কর্তৃক উক্ত বোনাস সুবিধার অপব্যবহার হয়েছে, সেক্ষেত্রে বিকাশ এবং অংশগ্রহণকারী মার্চেন্ট গ্রাহকের বোনাস সুবিধা বাতিলের অধিকার সংরক্ষণ করে।
  • যদি পেওনিয়ার কোন সেবার প্রাপ্যতা নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে তার সম্পূর্ন দায়ভার পেওনিয়ার এর।

বিকাশ অ্যাপ না থাকলে ডাউনলোড করুন এখনি

Leave a Comment