|

অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করার নিয়ম

খুব সহজেই অনলাইনে পাসপোর্ট ফি পরিশোধ করা যায়। এক সময় পাসপোর্ট এর ফি জমা দিতে হলে ব্যাংকে বিশাল লাইন ধরতে হতো। কিন্তু এখন সব কিছু অনলাইন হয়ে জাওয়ায় আমাদের অনেক সময় বেচে যাচ্ছে। অনলাইনে পাসপোর্টের ফি বিকাশ, নগদ, রকেট, সোনালি ব্যাংক পে, ভিসা ও মাস্টার এবং এমেক্স কার্ডের মাধ্যমে পরিশোধ করা যায়।

অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি পরিশোধ

এখানে আমি একটি পাসপোর্টের জন্য এ পাসপোর্ট ফি পেমেন্ট করে দেখাবো। নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: অনলাইনে এ পাসপোর্ট ফি পেমেন্ট করার জন্য Automated Challan System Bangladesh (A Challan) সিস্টেমে ভিজিট করুন এখান থেকে

ধাপ ২: পাসপোর্ট অপশন থেকে ই পাসপোর্ট ফি সিলেক্ট করুন। তারপর আপনার সামনে নিচের মত একটি উইন্ডো ওপেন হবে।

ধাপ ৩: এখান থেকে পাসপোর্টের ধরণ, মেয়াদ ও ডেলিভারীর ধরণ বাছাই করুন। স্বয়ংক্রীয়ভাবে টাকার পরিমাণ ও ভ্যাটসহ মোট টাকার পরিমাণ দেখাবে। নিচ থেকে OK বাটন ক্লিক করুন।

ধাপ ৪: এবার যে ব্যক্তির পক্ষ থেকে এ ফি পরিশোধ করা হবে, তার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর সনাক্তকরণ নম্বর হিসেবে দিতে হবে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

মনে রাখবেন, যদি জাতীয় পরিচয়পত্র দ্বারা পাসপোর্টের আবেদন করা হয় অবশ্যই জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন। আর যাদের বয়স ২০ বছরের কম, জাতীয় পরিচয়পত্র নেই, তারা জন্ম নিবন্ধন নম্বর দিবেন।

অর্থ পরিশোধের বিবরণ থেকে পেমেন্ট অপশন – অনলাইন ব্যাংকিং বাছাই করুন (2 নং চিহ্নিত)।

সোনালী ব্যাংক একাউন্ট, যেকোন ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, অথবা মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ব্যাংক অপশনে SONALI BANK LTD গেটওয়ে সিলেক্ট করুন।

তারপর মোট টাকার পরিমাণ লিখে Add বাটনে ক্লিক করুন। এখানে সর্বমোট প্রদেয় টাকার পরিমাণ দেখাবে।

আরো পড়ুনঃ  পুরাতন দলিলে ব্যবহৃত ১৩০ টি শব্দের অর্থ

ধাপ ৫: এখন Save বাটনে ক্লিক করুন। আপনাকে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে নেয়া হবে।

ধাপ ৬: এখান থেকে Account অথবা Visa/ Master Card/ Amex Card অথবা Mobile Banking অপশন সিলেক্ট করে পেমেন্ট করুন।

পাসপোর্ট ফি কপি প্রিন্ট করতে না পারলে, পাসপোর্ট ফি নম্বর দিয়ে এ পাসপোর্ট ফি ভেরিফিকেশন ওয়েবসাইট থেকে প্রিন্ট নিতে পারবেন।

যদি পাসপোর্ট ফি নম্বর নিতে পারেন, সেই ক্ষেত্রে সোনালী ব্যাংক পেমেন্ট গেটওয়ের ফেইসবুক সাপোর্ট গ্রুপ SPG Support Group – যোগাযোগ করলে আপনার পাসপোর্ট ফি নম্বর ও পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে পারবেন।

বিকাশের মাধ্যমে এ পাসপোর্ট ফি পরিশোধ করার নিয়ম

যেহেতু বিকাশ সবচেয়ে বেশি ব্যবহৃত মোবাইল ব্যাংকিং সেবা, হতে পারে আপনার ও বিকাশ একাউন্ট রয়েছে। আপনার বিকাশ একাউন্ট থেকেই পাসপোর্ট ফি সহ অন্যান্য সরকারি ফি এ চালানের মাধ্যমে জমা দিতে পারবেন।

বিকাশের মাধ্যমে এ পাসপোর্ট ফি জমা দেয়ার জন্য, পূর্বের মত একইভাবে ৫ নং অপশন (অর্থ পরিশোধের বিবরণ) থেকে অনলাইন ব্যাংকিং সিলেক্ট করবেন। ব্যাংক অপশন থেকে, SONALI BANK LTD সিলেক্ট করুন।

তারপর মোট টাকার পরিমাণ লিখে Add বাটনে ক্লিক করুন। এখানে সর্বমোট প্রদেয় টাকার পরিমাণ দেখাবে।

এখন Save বাটনে ক্লিক করুন। আপনাকে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়েতে নেয়া হবে। এখানে Mobile Banking বাটনে ক্লিক করে পেমেন্ট করুন।

বিকাশ লোগোতে ক্লিক করুন

এখানে, Pay with bKash বাটনে ক্লিক করুন। বিকাশের পেমেন্ট অপশন আসলে, আপনার মোবাইল নম্বর দিন। তারপর আপনার বিকাশ মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড আসবে।

ভেরিফিকেশন কোড ও আপনার বিকাশের পিন দিয়ে পেমেন্ট করুন।

* সাবধানতা- অনলাইনে পেমেন্ট করার সময় সাবধান থাকবেন যেন আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইস বন্ধ বা ইন্টারনেট কানেকশন যেন বিচ্ছিন্ন না হয়।

পেমেন্ট করার সময় যদি আপনার ডিভাইস বন্ধ বা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়, আপনার টাকা কর্তন হলেও চালানের প্রিন্ট কপি নাও পেতে পারেন। এমন সমস্যা হলে, সোনালী ব্যাংকের ফেইসবুক সাপোর্ট গ্রুপ SPG Support Group – যোগাযোগ করলে আপনার পাসপোর্ট ফি নম্বর ও পেমেন্ট স্লিপ সংগ্রহ করতে পারবেন।

আরো পড়ুনঃ  গাড়ির নাম্বার প্লেটে (ক,গ,ভ,ঘ) বর্ণমালার পরিচিতি

রকেটের মাধ্যমে এ-পাসপোর্ট ফি পরিশোধ করার নিয়ম

রকেট থেকে এ পাসপোর্ট ফি জমা দেয়ার জন্য সব কিছু আগের মতই থাকবে, শুধুমাত্র ৫ নং- অর্থ পরিশোধের বিবরণ থেকে , মোবাইল ব্যাংকিং ও রকেট সিলেক্ট করুন। নিচের ছবিতে খেয়াল করুন।

এখন Save বাটনে ক্লিক করুন। আপনাকে Dutch Bangla Bank Rocket এর পেমেন্ট গেটওয়েতে নেয়া হবে। নিচের ছবিতে দেখুন কিভাবে রকেট থেকে এ পাসপোর্ট ফি জমা দিবেন।

আপনার রকেট একাউন্ট নম্বরটি লিখুন (আপনার মোবাইল নম্বর ১১ ডিজিট + একাউন্ট ডিজিট ১ ডিজিট = একাউন্ট ১২ ডিজিট)।

তারপর আপনার রকেট একাউন্টের ৪ ডিজিটের পিন নম্বরটি লিখুন এবং SUBMIT বাটনে ক্লিক করে চালানের টাকা পরিশোধ করুন।

* সাবধানতা- টাকা পরিশোধের সময় সাবধান থাকবেন যেন আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইস বন্ধ বা ইন্টারনেট কানেকশন যেন বিচ্ছিন্ন না হয়।

কিভাবে এ পেমেন্ট যাচাই ও প্রিন্ট কপি সংগ্রহ করবেন

এ পাসপোর্ট ফি যাচাই করার জন্য, ই পাসপোর্ট ফি ভেরিফিকেশন সাইটে গিয়ে পাসপোর্ট ফি নম্বর দিয়ে যাচাই করেন। তাছাড়া যদি আপনি চালানের প্রিন্ট কপি নিতে না পারেন, চিন্তার কোন কারণ নেই। পাসপোর্ট ফি নম্বর দিয়ে Automated Challan Verification পেইজ থেকে আপনার এ চালানের প্রিন্ট কপি নিতে পারবেন।

এ পাসপোর্ট ফি বিষয়ে আপনার কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন, আমরা অতিসত্ত্বর উত্তর দেয়ার চেষ্টা করব। এ পেমেন্ট বিষয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর নিচে দেয়া হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *