|

ই পাসপোর্ট ফি ২০২৩

বর্তমানে বাংলাদেশের  প্রায় সব জেলাতেই ই পাসপোর্ট সুবিধা রয়েছে। আপনি অনলাইন থেকেই নির্ভূলভাবে ই-পাসপোর্টের আবেদন করতে পারবেন।

ই পাসপোর্ট এর মেয়াদ, সময় এবং ফি সমূহ

৪৮ পৃষ্ঠার ৫ বছরের জন্য সাধারণ ফি (১৫ দিন) সাড়ে তিন হাজার টাকা।

  • জরুরি ফি (৭ দিন) সাড়ে পাঁচ হাজার টাকা।
  • অতি জরুরি ফি (২ দিন) সাড়ে সাত হাজার টাকা।

৪৮ পৃষ্ঠার পাসপোর্ট ১০ বছরের জন্য সাধারণ (১৫ দিন) ফি পাঁচ হাজার টাকা,

  • জরুরি ফি (৭ দিন) সাত হাজার টাকা।
  • অতি জরুরি ফি (২ দিন) নয় হাজার টাকা।

৬৪ পৃষ্ঠার পাসপোর্ট ৫ বছরের সাধারণ  ফি সাড়ে পাঁচ হাজার টাকা,

  • জরুরি ফি সাড়ে সাত হাজার টাকা।
  • অতি জরুরি ফি (২ দিন) সাড়ে ১০ হাজার টাকা।

৬৪ পৃষ্ঠার ১০ বছরের জন্য সাধারণ ফি সাত হাজার টাকা

  • অতি জরুরি ফি (২দিন) ১২ হাজার টাকা।
  • এই ফি এর সাথে যথারিতি ১৫% ভ্যাট যুক্ত হবে।

ই-পাসপোর্ট ফি এর পরিমান ২০২৩

৪৮ পৃষ্ঠার পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

পাসপোর্টের ফির ধরণ৫ বছর মেয়াদী পারপোর্টের ফি১০ বছর মেয়াদী পারপোর্টের ফি
সাধারণ ফি৪,০২৫ টাকা৫,৭৫০ টাকা
জরুরি ফি৬,৩৯৫ টাকা৮,০৫০ টাকা
অতিজরুরি ফি৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠার পাঁচ ও দশ বছর মেয়াদি পাসপোর্টের ক্ষেত্রে

পাসপোর্টের ফির ধরণ৫ বছর মেয়াদী পারপোর্টের ফি১০ বছর মেয়াদী পারপোর্টের ফি
সাধারণ ফি৬,৩২৫ টাকা৮,০৫০ টাকা
জরুরি ফি৮,৬২৫ টাকা১০,৩৫০ টাকা
অতিজরুরি ফি১২,০৭৫ টাকা১৩,৮০০ টাকা
  • সাধারণ ফি প্রদান সাপেক্ষ্যে পাসপোর্ট পেতে সময় লাগবে প্রায় ২১ দিন
  • জরুরি ফি প্রদান সাপেক্ষ্যে পাসপোর্ট পেতে সময় লাগবে প্রায় ৭ দিন
  • অতিজরুরি ফি প্রদান সাপেক্ষ্যে পাসপোর্ট পেতে সময় লাগবে প্রায় ১ দিন
আরো পড়ুনঃ  ই পাসপোর্ট - আবেদন, পাসপোর্ট চেক, রিনিউ ও তথ্য সংশোধন

ই-পাসপোর্ট বিশেষ শর্ত

  • উপরোক্ত সকল ফি’র মধ্যে ১৫% ভ্যাট অর্ন্তভূক্ত আছে
  • সরকারি চাকরিজীবিদের যাদের NOC আছে বা অবসর সনদ আছে, তারা রেগুলার ফি দিয়ে জরুরী সুবিধা পাবেন। সরকারী চাকরীজীবিদের জন্য জরুরী আবেদন প্রযোজ্য নয়।

ই-পাসপোর্ট ফি নিয়ে প্রশ্ন

ই পাসপোর্ট করতে কত টাকা লাগবে?

ই-পাসপোর্টের মেয়াদ, পাতার সংখ্যা ও ডেলিভারী সময়ের উপর নির্ভর করে ফি ভিন্ন হয়ে থাকে। সাধারণ আবেদনে ৫ বছর মেয়াদী ই-পাসপোর্ট ফি ৪০২৫ টাকা। ই-পাসপোর্ট ফি (E-passport Fee) দেখুন

ঘরে বসে কিভাবে ই-পাসপোর্ট ফি জমা দেব?

“এ-চালান” সফটওয়্যার এর মাধ্যমে আপনি ঘরে বসেই, বিকাশ, রকেট, সোনালী ব্যাংক সহ অন্যান্য ব্যাংকের মাধ্যমে আপনার ই-পাসপোর্ট ফি জমা দিতে পারবেন। এজন্য আপনাকে ব্যাংকে ভিজিট করতে হবেনা। দেখুন কিভাবে নিজেই ই-পাসপোর্ট ফি জমা করবেন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *