বিকাশ প্রিয় এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট করুন হাজারে ১৪.৯০ টাকায়

Bangla
2 Min Read
  • একটি ক্যালেন্ডার মাসে একজন গ্রাহক যেকোনো এজেন্ট নাম্বারকে প্রিয় এজেন্ট নাম্বার হিসেবে সেট করতে পারবেন।
  • গ্রাহক প্রিয় এজেন্ট নাম্বার থেকে ১.৪৯% চার্জ ক্যাশ আউট করতে পারবেন।
  • এই ১.৪৯% চার্জ প্রতি মাসে ২৫,০০০ টাকা পর্যন্ত প্রযোজ্য হবে।
  • ২৫,০০০ টাকা লিমিট অতিক্রম করলে, ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • ক্যালেন্ডার মাসে ১টি প্রিয় এজেন্ট নাম্বার যোগ করা যাবে। প্রথমবার প্রিয় এজেন্ট নাম্বার যোগ করার পর, সেই মাসে তা আর পরিবর্তন করা যাবে না। পরবর্তী ক্যালেন্ডার মাস থেকে আপনি সেভ করা নাম্বারটি বাদ দিয়ে প্রিয় এজেন্ট নাম্বার একবার পরিবর্তন করতে পারবেন।
  • গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপ উভয় মাধ্যমেই প্রিয় এজেন্ট নাম্বার যোগ/বাদ দিতে পারবেন।
  • গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বার চেক করতে পারবেন।
  • গ্রাহকরা *247# ডায়াল করে এবং অ্যাপের মাধ্যমে প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট দেখতে পারবেন।
  • যদি কোনো লেনদেন ২৫,০০০ টাকার লিমিট অতিক্রম করে, তবে সেই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  • উদাহরণ: কোনো এক মাসে একজন গ্রাহক ইতিমধ্যে ২৪,৫০০ টাকা ক্যাশ আউট লেনদেন করেছেন। এখন, তিনি যদি প্রিয় এজেন্ট নাম্বার থেকে ৬০০ টাকা ক্যাশ আউট করতে চান (মোট ২৫,১০০ টাকা) তাহলে এই লেনদেনের জন্য ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে এবং প্রিয় এজেন্ট নাম্বারে ক্যাশ আউট লিমিট শেষ হয়ে যাবে।
  • একজন গ্রাহকের যে কোনো মুহূর্তে সর্বোচ্চ ১ টি প্রিয় নাম্বার থাকতে পারবে।
বিকাশ ক্যাশ আউট

কম খরচে ক্যাশ আউট করার সহজ নিয়মঃ

  • প্রিয় এজেন্ট নাম্বার সেট করুন;
  • ক্যাশ আউট করার আগে প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের কত বাকি আছে তা দেখে নিন;
  • প্রিয় এজেন্ট নাম্বারে লিমিটের বাকি অংশ আগে ক্যাশ আউট করে নিন।

প্রিয় নাম্বার ছাড়া অন্য যেকোনো এজেন্ট নাম্বার থেকে ক্যাশ আউট

আরো পড়ুনঃ  বিকাশ অ্যাড মানি অফার ২০২২ । প্রতি শুক্রবারে ১০০ টাকা বোনাস!

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

  • প্রিয় এজেন্ট নাম্বার ছাড়া যেকোনো এজেন্ট নাম্বার থেকে অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় মাধ্যমে  ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৮৫% চার্জ প্রযোজ্য হবে।
  • অ্যাপ এবং *247# ডায়াল করে উভয় চ্যানেলের জন্য প্রযোজ্য।
  • অ্যাপ থেকে ক্যাশ আউট এর ক্ষেত্রে ১.৭৫% চার্জ আর থাকছে না।

Share This Article
Leave a comment