|

অনলাইন বিকাশ মার্চেন্ট একাউন্ট

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং গ্রাহকের মধ্যে লেনদেন আরও সহজ করতে ‘বিজনেস ড্যাশবোর্ড’ চালু করেছে। নতুন এ সেবার মাধ্যমে অনলাইনভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট আদায় করতে পারবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

তাছাড়া অ্যাকাউন্ট ব্যালেন্সসহ লেনদেনের বিবরণও মিলবে এ বিজনেস ড্যাশবোর্ডে।

ড্যাশবোর্ড সেবা চালু উপলক্ষে মার্চেন্টদের জন্য ১০০ টাকা বোনাস ঘোষণা করেছে বিকাশ।

বিজনেস ড্যাশবোর্ডে নিবন্ধনের পর পেমেন্ট লিংক দিয়ে প্রথমবার ন্যূনতম ১০০ টাকার পেমেন্ট

সম্পন্ন হলেই মার্চেন্ট পাবেন এ বোনাস। অফারটি পরবর্তী ঘোষণা পর্যন্ত চলবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

এতে বলা হয়, ফেইসবুকসহ বিভিন্ন অনলাইনভিত্তিক পণ্য বিক্রেতারা বিজনেস ড্যাশবোর্ডের পেমেন্ট লিংকের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে দ্রুত, সহজে ও নিরাপদে পেমেন্ট গ্রহণ করতে পারবেন।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

ড্যাশবোর্ডের মাধ্যমে পেমেন্ট লিংক পেতে উদ্যোক্তাকে প্রথমে https://business.bkash.com ওয়েবসাইটে মার্চেন্ট অ্যাকাউন্ট বা পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট ও ইমেইল দিয়ে নিবন্ধন করতে হবে।

এরপর ‘পেমেন্ট লিংক’ এসএমএস কিংবা ই-মেইলের মাধ্যমে শেয়ার করে পণ্যের পেমেন্ট নেওয়া যাবে।

আরো পড়ুনঃ  যেভাবে পেওনিয়ারের সাথে বিকাশে একাউন্ট লিংক করবেন । Payoneer - bKash link

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *