বিকাশ মাই অফার ও এর বিস্তারিত

বিকাশ মাই অফার হলো বিকাশের নতুন একটি অফার। বিকাশ আমাদের প্রায়ই নতুন নতুন অফার দিয়ে থাকে। তাই বিকাশ সর্ব প্রথম অগাস্ট ২০২২ এর আপডেট এ নিয়ে এলো বিকাশ মাই অফারের (bKash My Offer)।

bkash my offer
বিকাশ মাই অফার মেনু

বিকাশ মাই অফার কি?

মাই অফার বিকাশের নতুন একটি সুবিধা যার মাধ্যমে একজন বিকাশ গ্রাহক মাই অফার মেন্যুর সাহায্যে নিজেদের বিকাশ অফারসমূহ সম্পর্কে জানতে পারবেন।

বিকাশ মাই অফার মেনু কোথায় পাবো?

বিকাশ অ্যাপের “মাই অফার” ফিচারের মাধ্যমে বিকাশ গ্রাহকগণ পারসোনালাইজড অফার দেখতে পাবেন। অর্থাৎ নির্দিষ্ট কোনো গ্রাহক তার বিকাশ একাউন্টের জন্য নতুন নতুন অফার দেখতে পাবেন মাই অফার মেন্যুতে।

বিকাশ মাই অফার কি সবার জন্য প্রযোজ্য?

হ্যাঁ। এটি সবার জন্য প্রযোজ্য। শুদুমাত্র অ্যাপ হতে এই ফিচারটি পাওয়া যাবে।

ভিন্ন ভিন্ন গ্রাহকের জন্য বিকাশ মাই অফার ভিন্ন ভিন্ন হবে

~বিকাশ

বিকাশ মাই অফারের ক্যাশব্যাক কতো পাওয়া যাবে?

bkash my offer2
বিকাশ মাই অফার

বিকাশ My Offers-এ ১০০ টাকার বেশি ক্যাশব্যাক নিতে পারবেন গ্রাহক। এই অফারগুলো থেকে আপনি ১০০ টাকার বেশি ক্যাশব্যাক নিতে পারবেন।

ক্যাশ ব্যাক কতো দিন পর পাওয়া যাবে?

প্রতি অফারে ১বার ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে।

2 thoughts on “বিকাশ মাই অফার ও এর বিস্তারিত”

    • বিকাশ মাই অফার অপশন পেতে আপনাকে বিকাশ অ্যাপ ব্যাবহার করতে হবে এবং আপনাকে অ্যাপটির সর্বশেষ সংস্করণ এ আপডেট করে নিতে হবে।

      Reply

Leave a Comment