বিকাশ বিজনেস ড্যাশবোর্ড চালু করার নিয়ম
|

বিকাশ বিজনেস ড্যাশবোর্ড চালু করার নিয়ম

মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ অনলাইনভিত্তিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং গ্রাহকের মধ্যে লেনদেন আরও সহজ করতে ‘বিজনেস ড্যাশবোর্ড’ চালু করেছে। নতুন এ সেবার মাধ্যমে অনলাইনভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা সহজেই গ্রাহকদের কাছ থেকে পেমেন্ট আদায় করতে পারবে। 

আপনার বিকাশ মার্চেন্ট একাউন্ট দিয়ে বিকাশ বিজনেস ড্যাশবোর্ড ব্যবহার করতে পারবেন কোন চার্জ ছাড়াই

বিকাশ বিজনেস ড্যাশবোর্ডের সুবিধা

বিকাশ বিজনেস ড্যাশবোর্ড চালু হওয়াতে গ্রাহক এবং মার্চেন্ট উভয়েই সুবিধা ভোগ করতে পারবেন। এর মধ্যে প্রধান সুবিধা গুলো হলো

  • ঝামেলাহীন পেমেন্ট সুবিধা
  • মেসেজিং প্ল্যাটফর্ম, এসএমএস বা ইমেইলের মাধ্যমে পেমেন্ট লিংক শেয়ার
  • গ্রাহকরা তাদের বিকাশ নাম্বার ব্যবহার করে যেকোনো ডিভাইস থেকে পেমেন্ট করতে পারবেন
  • মার্চেন্ট প্রতিটি সফল পেমেন্টের তথ্য ড্যাশবোর্ডে দেখতে পারবেন
  • বিকাশ পেমেন্ট লিংক ব্যবহার করেঅনলাইনে পেমেন্ট নিন

বিকাশ বিজনেস ড্যাশবোর্ড চালু করতে কি কি লাগবে?

বিকাশ বিজনেস ড্যাশবোর্ড চালু করতে হলে আপনার অবশ্যই যা কিছু থাকতে হবে তা হলো

  1. সচল বিকাশ মার্চেন্ট নাম্বার অথবা বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট
  2. সক্রিয় ইমেইল অ্যাকাউন্ট

বিকাশ বিজনেস ড্যাশবোর্ড চালুকরণ

ধাপ ১ঃবিকাশ বিজনেস ড্যাশবোর্ড ব্যবহার করা শুরু করতে চাইলে প্রথমে আপনাকে বিকাশ বিজনেস ওয়েব সাইটে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে এই খানে ক্লিক করুন (https://business.bkash.com/sign-up)।

ধাপ ২ঃ এই পেজ আসার পর আপনার বিকাশ মার্চেন্ট নাম্বার দিয়ে শর্তাবলী ঘরে টিক চিহ্ন দিয়ে এগিয়ে যান ঘরে ক্লিক করুন।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

ধাপ ৩ঃ এই ধাপে আপনার মোবাইল ৬ ডিজিটের OTP পাঠানো হবে। যা আপনাকে এই পেজে দিতে হবে।

ধাপ ৪ঃ এই ধাপে আপনাকে আপনার ইমেইল এড্রেস দিতে হবে।

ধাপ ৫ঃ এই ধাপে আপনার ইমেইল এড্রেসে একটি এক্টিভেশন লিংক পাঠানো হবে যার আপনাকে ক্লিক করে আপনার আকাউন্টের সচলতার জন্য এবং ওয়েব API এক্টিভেশন করার জন্য রিকুয়েস্ট করতে হবে।

আরো পড়ুনঃ  নগদ-রকমারি বইমেলা অফার ২০২২ । নগদ ২৫% ছাড়

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *