|

বিকাশে জমানো টাকার উপর ইন্টারেস্ট

বিকাশে এখন জমানো টাকার উপর ইন্টারেস্ট পাওয়া যায়। যা বিকাশ ব্যাবহারকারীদের জন্য একটু বাড়তি পাওয়া। তবে বিকাশে এই জমানো টাকার উপর ইন্টারেস্ট পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। আর আপনি যদি এই শর্তগুলো পালন করেন তাহলে আপনিও এই ইন্টারেস্ট পেতে পারেন।

বিকাশ ইন্টারেস্ট পাবার শর্তসমূহঃ

  • আপনার KYC ফরম বিকাশ কর্তৃক গৃহীত হতে হবে অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্টটি বিকাশ অ্যাপ দ্বারা অনলাইনে খোলা হতে হবে এবং আপনার একাউন্টটি একটিভ থাকতে হবে
  • মাসে কমপক্ষে আপনাকে ২ টি আর্থিক লেনদেন (“ক্যাশইন”, “ক্যাশআউট”, “ATM ক্যাশআউট”, “পেমেন্ট”, “ সেন্ডমানি” অথবা “ ​মোবাইল রিচার্জ ​”) করতে হবে
  • মাসজুড়ে প্রতি দিনশেষে আপনার একাউন্টে কমপক্ষে ১,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে
  • মাসশেষে প্রতিদিনের গড় ব্যালেন্সের উপর আপনার প্রাপ্ত ইন্টারেস্টের পরিমাণ হিসাব করা হবে
  • সরকারী নিয়ম অনুযায়ী ভ্যাট এবং ট্যাক্স কর্তন সাপেক্ষ্যে বছরে দুই দফায়  আপনার একাউন্টে ইন্টারেস্ট প্রদান করা হবে

বিকাশে জমানো টাকার উপর ইন্টারেস্ট রেটঃ

ব্যালেন্স/স্ল্যাব (টাকা)বাৎসরিক হার
১,০০০ – ৫,০০০.৯৯১.৫%
৫,০০১ –১৫,০০০.৯৯২%
১৫,০০১ – ৫০,০০০.৯৯৩%
৫০,০০১ এবং এর অধিক৪%

বিকাশে জমানো টাকার উপর ইন্টারেস্ট কিভাবে কাজ করে

ধরুন, আপনার বিকাশ  একাউন্টে যদি একটি মাসজুড়ে কমপক্ষে ১,০০০ টাকা থাকে, ঐ মাসে ২ টি লেনদেন করেন এবং ঐ মাসের গড় ব্যালেন্স যদি ১,০০০ থেকে ৫,০০০.৯৯ টাকার মধ্যে থাকে তাহলে আপনি  ঐ মাসের গড় ব্যালেন্সের উপর ১.৫% বাৎসরিক হারে ইন্টারেস্ট পাবেন।

বিকাশ ইন্টারেস্ট সেবা চালু করাঃ

উপরোক্ত শর্ত পালনের মাধ্যমে সকল নতুন এবং পুরাতন বিকাশ কাস্টমারগণ তাদের বিকাশ একাউন্টে ইন্টারেস্ট পাবেন। সেবাটি চালু করার জন্যে কিছুই করতে হবেনা।

বিকাশ ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করাঃ

আপনার একাউন্টে ইন্টারেস্ট গ্রহণ করতে না চাইলে নীচের ধাপগুলো অনুসরণ করুনঃ

  • আপনার বিকাশ একাউন্ট নম্বর থেকে 16247 এ কল করুন
  • ভাষা নির্বাচন করুন (বাংলার জন্যে ১ এবং ইংরেজির জন্যে ২ )
  • জমানো টাকার উপর ইন্টারেস্ট এবং অন্যান্য তথ্যের জন্য ৫ চাপুন
  • ইন্টারেস্ট সংক্রান্ত তথ্যের জন্যে ১ চাপুন
  • ইন্টারেস্ট গ্রহণ বন্ধ করতে ১ চাপুন  (সেবাটি পূর্বে বন্ধ করা থাকলে  পুনরায় চালু করতে চাইলে ২ চাপুন)
  • আপনার অনুরোধটি গৃহীত হলে আপনাকে মেসেজ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে
আরো পড়ুনঃ  নগদ একাউন্ট বন্ধ করার পদ্ধতি

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *