| | |

এখন টোল পেমেন্ট করা যাবে বিকাশে

বিকাশে টোল পরিশোধ করে দেশের টোল প্লাজা কিংবা ফ্লাইওভার কোথাও না থেমেই ব্যবহার করতে পারছেন গ্রাহকরা। বিষয়টি বিস্তারিত আলোচনা করছি আজকের এই পোস্টে

ডিজিটাল টোল কালেকশন কেন দরকার?

প্রতিদিন হাজার হাজার যানবাহন মোহাম্মদ হানিফ গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার টোল প্লাজা পার করে। ম্যানুয়াল সিস্টেম টোল-এর পুরো প্রক্রিয়াটিকে ধীর করে দেয় এবং প্রায়শই ফ্লাইওভারে ঢোকার পথে যানজট সৃষ্টি করে। ডিজিটালাইজড টোল সংগ্রহ এই বাধাগুলো অতিক্রম করার জন্য একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া।

এই সার্ভিসটি কীভাবে পাবেন?

  1. বিকাশ অ্যাপ-এর সাজেশন থেকে ফ্লাইওভার টোল আইকনে ট্যাপ করুন কিংবা সরাসরি www.mmhf.com.bd ভিজিট করুন
  2. আপনার গাড়ি রেজিস্ট্রেশন করুন। এক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি বিকাশ করতে হবে
  3. রেজিস্ট্রেশন শেষ করতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার কর্তৃপক্ষের অফিসে (সেন্ট্রাল প্লাজা, জনপথ মোড়, সায়েদাবাদ, ঢাকা) আপনার গাড়ি নিয়ে গাড়িতে  RFID ট্যাগ লাগান
  4. তারপর উপরে উল্লেখিত সাইটে গিয়ে ইচ্ছেমত ট্রিপ অ্যাড করুন (সর্বোচ্চ ১০০টা) এবং প্রযোজ্য টোল-এর পেমেন্ট বিকাশ করুন। ট্রিপ কেনা গাড়িটি ফ্লাইওভারের বুম বারটির কাছে পৌঁছালে আগত গাড়িটির জন্য তা স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে

যানবাহন নিবন্ধন/ রেজিস্ট্রেশন করবেন কীভাবে?

যেকোনো যানবাহন কিছু তথ্য ও সর্বনিম্ন কিছু ফি দিয়ে এমএমএইচএফ-এর ওয়েবসাইট থেকে নিবন্ধন/ রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর ফ্লাইওভার কর্তৃপক্ষ গ্রাহককে একটি এসএমএস পাঠাবে। পরে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য এমএমএইচএফ-এর নির্বাহী গাড়ির উইন্ডশীল্ডে একটি ফিজিকাল আরএফআইডি ট্যাগ লাগিয়ে দেবেন।

অ্যাকাউন্টে ট্রিপ যুক্ত করবেন কীভাবে?

ব্যবহারকারীর অ্যাকাউন্টে সাইন ইন করার পর “ট্রিপ যোগ করুন” অপশন থেকে যানটির নাম্বার দেখানো হবে। নাম্বারটি সিলেক্ট করে গ্রাহক যানবাহনের নিবন্ধন নাম্বারটির ডানদিকে অন্য একটি “ট্রিপ যুক্ত করুন” অপশন পাবেন। তারপর গ্রাহককে ট্রিপ নাম্বার নির্বাচন করে পেমেন্ট বিকাশ করতে হবে।

গ্রাহক একবারে কতগুলো ট্রিপ কিনতে পাবেন?

যেকোনো গ্রাহক একবার ১ থেকে ১০০টি ট্রিপ কিনতে পারবেন।

আরো পড়ুনঃ  বিকাশ অ্যাপ ওয়েলকাম অফার–প্রতি সপ্তাহেই বোনাস!

ট্রিপ কীভাবে রিডিম/ বাতিল করবেন?

একবার ফ্লাইওভার পার হতে একটি ট্রিপ ব্যয় হবে। এবং গ্রাহক ট্রিপ-এর জন্য তাৎক্ষনিক এসএমএস পাবেন।

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

গ্রাহককে নিবন্ধকরণে/ রেজিস্ট্রেশনে সহযোগিতা করার জন্য কোন গ্রাহক পরিষেবা/ কাস্টমার কেয়ার অফিস আছে কি?

এমএমএইচএফ কর্তৃপক্ষ তাদের অফিস থেকে ডিজিটালাইজড টোল সংগ্রহ সম্পর্কিত সব তথ্য এবং সেবা সরবরাহ করবে।

ঠিকানা: সেন্ট্রাল প্লাজা, সৈয়দাবাদ জনপথ মোড়, ঢাকা।

হটলাইন নং: 09611767676 (সকাল ৮টা থেকে রাত ১০টা)

এমএমএইচএফ  ওয়েবসাইটে নিবন্ধিত/ রেজিস্টার্ড ব্যবহারকারীদের জন্য কী কী তথ্য আছে?

নিবন্ধিত/ রেজিস্টার্ড ব্যবহারকারীরা তাদের রিচার্জের হিস্টোরি, ছাড়ের হিস্টোরি, কার্যক্রম হিস্টোরি ইত্যাদি দেখতে পারবেন। এর পাশাপাশি প্রয়োজনে প্রিন্ট অপশনটিও আছে।

কোনটি ডিজিটাইজড টোল লেন হিসাবে বিবেচিত হবে?

“T” চিহ্নিত লেনটি নিবন্ধিত/রেজিস্টার্ড গাড়ির জন্য ডিজিটাইজড টোল লেনের জন্য নির্ধারিত লেন।

  • একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একাধিক বাহনের টোল পরিশোধের জন্য রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোন লিমিট প্রযোজ্য হবেনা
  • গাড়ির ধরন অনুযায়ী টোল পেমেন্ট এর পরিমান যা বিকাশ করতে হবে

টোল প্লাজায় চার্জের পরিমান

শ্রেণীগাড়িটোল (টাকা)
কার৬০
২  জীপ৭০
মাইক্রোবাস৮৫
পিক আপ ভ্যান১৩০
মিনিবাস১৭৩
বাস২৬০
ছোট ট্রাক১৭৩
ট্রাক২৬০
ট্রেইলার ট্রাক৩৪৫

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *