আমার ফেসবুক অ্যাকাউন্ট আর কেও ব্যাবহার করছে কিনা? কিভাবে বুজবো?

কেউ আমার ফেসবুক প্রোফাইলে ঘাটাঘাটি করলে, বোঝার কোনো উপায় আছে কি?

Sargo Tips
1 Min Read

ফেসবুক অ্যাকাউন্ট আর কেও ব্যাবহার করছে কিনা? বুজার উপায় আছে কি? এককথায় বললে, উত্তর হবে হ্যাঁ। আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল, তা কি বের করতে চান? কিংবা কয়জন আপনার ফেসবুক প্রোফাইলে ঢুঁ মারল বা সর্বশেষ আপলোড করা ছবিটি কারা দেখল, সেটি জানতে চান? ফেসবুক লাইক, শেয়ার, ইমোশন, মন্তব্য দেখার সুযোগ দেয়, কিন্তু কারা প্রোফাইল দেখে গেল, সেটি জানার সুযোগ দেয় না। কিছু কিছু অ্যাপ ব্যবহার করে অনেকে সেটি বের করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপের সে ফল ঠিকঠাক হয় না। সহজ কয়েকটি ধাপ অতিক্রম করলেই জেনে যাবেন আপনার ফেসবুক প্রোফাইল কে দেখল সে বিষয়টি।

চলুন দেখে নিই, কিভাবে ….

আমাদেরকে গুগল নিউজে ফলো করতে এইখানে ক্লিক করে স্টার বাটন প্রেস করুন।

ধাপ-১ঃ আপনার facebook timeline page এ যান।

- Advertisement -

ধাপ-২ঃ page’টির ফাঁকা জায়গায় মাউস রেখে মাউসের right বাটন click করুন।

ধাপ-৩ঃ’View Page Source’ এ click করুন।

- Advertisement -

ধাপ-৪ঃ এবার নতুন একটা page চালু হবে, যেখানে অনেক প্রোগ্রাম কোড থাকবে।

ধাপ-৫ঃ এবার keyboard থেকে CTRL+F চাপুন, একটি text box দৃশ্যমান হবে; ঐ box এর ভেতরে InitialChatFriendsList লিখুন।

- Advertisement -

ধাপ-৬ঃ এখন আপনি অনেকগুলো নাম্বারের একটি তালিকা দেখতে পাবেন। এইগুলোই হলো সেই সব ID যারা আপনার profile নিয়ে ঘাটাঘাটি করেছিল।

ধাপ-৭ঃ এবার ID number গুলো copy করুন এবং paste করুন। নমুনাঃ facebook.com/ID Number

বিঃদ্রঃ যে ID number সবার উপড়ে থাকবে, বুঝতে হবে সেটিই সবচেয়ে বেশি সংখ্যক বার আপনার প্রোফাইল দেখেছে।

(ইন্টারনেট থেকে গৃহিত)

- Advertisement -
আরো পড়ুনঃ  এখন টোল পেমেন্ট করা যাবে বিকাশে
Share This Article
Leave a comment