Uber অ্যাপে অ্যাড করে নিন বিকাশ, আর Uber রাইডের পেমেন্ট বিকাশ করলেই পাচ্ছেন ১৮০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ৩টি মোটো রাইডে অথবা কার রাইডের প্রতিটিতে সর্বচ্চো ৬০ টাকা করে সর্বমোট ১৮০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে, অফারটি চলবে ৩১ জানুয়ারী, ২০২২ পর্যন্ত।
অফারের সময়সীমাঃ
অফারটি চলবে ৩১ জানুয়ারী, ২০২২ পর্যন্ত।
ডিসকাউন্ট অফারঃ
- ৩টি কার/মোটো রাইডের জন্য অফারটি প্রযোজ্য
- প্রতি রাইডে সর্বোচ্চ ডিসকাউন্ট: ৬০ টাকা
- অফার চলাকালে সর্বমোট ডিসকাউন্ট: ১৮০ টাকা
অফারের বিস্তারিতঃ
- গ্রাহককে Uber অ্যাপ এ বিকাশ পেমেন্ট অপশন হিসেবে অ্যাড করতে হবে
- Uber অ্যাপ এ পেমেন্ট অপশন হিসেবে বিকাশ অ্যাড করা থাকলে অফারটি কার্যকর হবে
- Uber থেকে সাথে সাথে গ্রাহক অ্যাকাউন্টে ডিসকাউন্ট দেওয়া হবে
- যে সকল বিকাশ গ্রাহকের সক্রিয় একাউন্ট স্ট্যাটাস এবং পর্যাপ্ত ব্যালেন্স আছে, শুধুমাত্র তারাই এই অফারটি উপভোগ করতে পারবেন
- ডিসকাউন্ট পেতে হলে গ্রাহকের একাউন্ট স্ট্যাটাস ও ইনকামিং লেনদেন অবশ্যই সক্রিয় থাকতে হবে
- গ্রাহক তার নিজের বিকাশ একাউন্ট থেকে সফলভাবে লেনদেন সম্পন্ন করার মাধ্যমে ডিসকাউন্ট পাবেন
- বিকাশ ও Uber কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো উপায়ে ক্যাম্পেইনের নিয়ম ও শর্তাবলি পরিবর্তন/সংশোধন বা যেকোনো সময় সম্পূর্ণ ক্যাম্পেইন বাতিল করার অধিকার সংরক্ষণ করে
- যদি Uber সার্ভিস নিশ্চিত করতে না পারে, সেক্ষেত্রে বিকাশ তার দায়ভার নেবে না, বিকাশ কেবল গ্রাহককে পেমেন্ট সেবা দেয়। এক্ষেত্রে গ্রাহক কোনো সমস্যার সম্মুখীন হলে উবারের সাথে যোগাযোগ করতে পারেন
যেভাবে পেমেন্ট করবেন:
যদি উবারে বিকাশ একাউন্ট অ্যাড করা থাকে, তবে গ্রাহককে ডিফল্ট পেমেন্ট অপশন হিসেবে “বিকাশ” সিলেক্ট করে দিলেই হবে। রাইড কনফার্ম হওবার পর অটোম্যাটিক পেমেন্ট হয়ে যাবে।

Uber অ্যাপ এ বিকাশ অ্যাড করুনঃ
Ubar অ্যাপ এ টাকা অ্যাড করতে এখানে ক্লিক করুন।




![এইচএসসি এইচএসসি পদার্থ বিজ্ঞান ১ম সকল বোর্ড ২০২৩ [১০০% নির্ভুল সমাধান]](https://i.ibb.co/Dk5NtR9/Physics-1st-All-Board-2023.webp)
![এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সকল বোর্ড ২০২৩ [১০০% নির্ভুল সমাধান]](https://i.ibb.co/gFrgpC2/ICT-All-Board-2023.webp)
![এইচএসসি ইংরেজি ২য় সকল বোর্ড ২০২৩ [১০০% নির্ভুল সমাধান]](https://i.ibb.co/NVX5xLT/English-2nd-All-Board-2023.webp)